ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ঢাবির ফারসি বিভাগের উদ্যোগে ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা’ আয়োজন করেছে। সোমবার কলা ভবনের ৬০৩৩ নম্বর কক্ষে আলোচনা সভা শুরু হয় সকাল ১০টায়। এতে অংশ নেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। আলোচনা সভার মূল উদ্দেশ্য, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থান ও তাৎপর্যপূর্ণ ঘটনাবলিকে স্মরণ এবং তা থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান। আলোচক ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক ও ছাত্র উপদেষ্টা মিসেস তানজিনা বিনতে নূর।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আবু সালেহ। এরপর জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক অংশে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বিভাগীয় শিক্ষার্থীদের মধ্য থেকে চারজন তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তারা জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক বাস্তবতা এবং প্রগতিশীল চিন্তার ওপর গুরুত্বারোপ করেন।
ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী হানিফ জানান কীভাবে আন্দোলনের সময় নিজ বাসা ছেড়ে বন্ধুর আশ্রয়ে ছিলেন এবং পরবর্তীতে সক্রিয়ভাবে যুক্ত হন। চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিল্লুর রহমান তার বক্তব্যে কোটাপুনর্বিন্যাস আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন এবং জুলাইয়ে ঘটে যাওয়া সহিংসতা ও দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ষষ্ঠ সেমিস্টারের আরেক শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা নিওন মণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ও বিভাগের ছাত্রীদের সাহসী অবস্থানের কথা তুলে ধরেন। বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইয়াসমিন মিতু বলেন, রাজনৈতিক পরিচয় যেমনই হোক, সমান অধিকারের দাবি প্রত্যেকের- জুলাইয়ের এই শিক্ষা যেন আমরা ভুলে না যাই।
অনুষ্ঠানের মূখ্য আলোচক অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, এই আন্দোলন শুধুই জুলাইয়ের নয়—এটি ১৭ বছর ধরে চলে আসা দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অংশ। তিনি আরো বলেন- মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে দলীয়করণ ও অপরাজনীতিকীকরণ করা হয়েছিল, জুলাই আন্দোলনের বিপ্লবী স্পৃহাকে যেন সেভাবে কুক্ষিগত না করা হয়, সে ব্যপারে সবার সতর্ক থাকা উচিত।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান শহীদদের স্মরণ করে বলেন, আমাদের দেশের শত বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এখানে সবসময়ই আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন ও সংগ্রাম হয়েছে। তাই ঐতিহাসিকভাবেই জাতিগতভাবে আমরা ন্যায়ের লড়াইয়ের সৈনিক। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নিজের বিভিন্ন অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করেন। পাশপাশি দেশের ভবিষ্যত নির্মাণে ছাত্রসমাজকে জুলাইয়ের মতই ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ বলেন, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহানুভূতিশীল পরিবেশ তৈরি শিক্ষক হিসেবে আমাদের মূল দায়িত্ব। আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীদের সচেতনতার মাঝেই দেশের নিরাপদ ভবিষ্যৎ নিহিত।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভাগীয় শিক্ষক ও ছাত্র উপদেষ্টা ড. আহসানুল হাদি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন এবং ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দোয়া করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড