ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনার কার্যক্রম শুরু হয়।
এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে, নির্ধারিত সময় শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং তাজউদ্দীন আহমদ হলে ভোটারদের ভিড় বাড়ায় ভোটগ্রহণ শেষ হতে কিছুটা বিলম্ব হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি হলের ব্যালট পৃথকভাবে গণনা করা হচ্ছে এবং দ্রুত প্রাথমিক ফলাফল ঘোষণার জন্য তারা কাজ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে সিনেট হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন হলে গড়ে ৫৫-৬৫% ভোট পড়েছে। এর মধ্যে রোকেয়া হলে সর্বোচ্চ ৬৮০ ভোট পড়েছে ৯৫৫ ভোটারের বিপরীতে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ২৬১ ভোট পড়েছে ৩৫০ ভোটারের বিপরীতে।
নির্বাচনের দিন কিছু অভিযোগও ওঠে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুল এবং কয়েকটি হলে ভোটারদের আইডি সংক্রান্ত জটিলতার কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত ছিল।
এছাড়াও, বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, যার কারণ হিসেবে তারা নানা অনিয়মের অভিযোগ তোলে। একই অভিযোগ তুলে বিএনপিপন্থী তিনজন শিক্ষক নির্বাচন পরিচালনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। রাতে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে আনা হয়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, এপিবিএন, বিজিবি ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান