ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

২০২৫ সেপ্টেম্বর ১১ ২১:৪৮:০৩

বিচারপতি মানিক ও সাবেক অর্থমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে প্লট আত্মসাতের অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামালসহ সাতজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বিচারপতি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় রাজউকের প্লট আত্মসাতের অভিযোগে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। মানিক ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামাল, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, এম জয়নাল আবেদীন ভুইয়া, রাজউক কর্মকর্তা মো. আবু বক্কার সিকদার, এম মাহবুবুল আলম ও আব্দুল হাই এই মামলার আসামি।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি প্লট (কোড ১৮৮২০২, সেক্টর ১৬, রাস্তা ১১৬, প্লট ০৩৬) আত্মসাৎ করেছেন। এই প্লটটি মূল গ্রহীতার নামে বরাদ্দ করা হলেও লিজ দলিলের ২২ ও ২৩ নং শর্ত ভঙ্গ করে হস্তান্তর করার অনুমতি দেওয়া হয়েছিল। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং পরে পাসপোর্ট আইনে ভারতে 'অনুপ্রবেশের চেষ্টা'র অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শামসুদ্দিন চৌধুরী মানিক ১৯৭৮ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং আওয়ামী লীগ সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত