ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সেমিনারে তারা কর আদায় ব্যবস্থার নানা জটিলতা ও হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভায় শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয় না হওয়া, ছোট ব্যবসার জন্য উচ্চ টার্নওভার ট্যাক্সের হার, আমদানি-রফতানির সময় কাস্টমস ও বন্দরে কর্মকর্তাদের হয়রানি ব্যবসা পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ব্যবসায়ী মাহাবুব চৌধুরী এসআইকুডার সার্ভারের সমস্যার সমাধান জরুরি বলে উল্লেখ করে বলেন, এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এলএফএমইএবি) সহ-সভাপতি নাসির খান অভিযোগ করে বলেন, আমদানি-রফতানিকারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়। পরে হাইকোর্ট থেকে তারা মুক্তি পেলেও, যে কর্মকর্তা মিথ্যা মামলা করেন, তার কোনো শাস্তি হয় না। তিনি এ ধরনের ঘটনায় জবাবদিহি থাকার ওপর জোর দেন। যশোর চেম্বারের নেতা মাহাবুব রশীদ জুয়েল বেনাপোল বন্দরের অবকাঠামোগত উন্নয়নের অভাবের কারণে ব্যবসায়ীদের সমস্যার কথা তুলে ধরেন।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, সারা দেশে প্রায় ৪ লাখ ৮২ হাজার রেস্তোরাঁ রয়েছে, অথচ ভ্যাট খাতে বিশৃঙ্খলা প্রকট। তার অভিযোগ, এনবিআরের কর্মকর্তারা চাঁদাবাজি ও হয়রানির মাধ্যমে রাজস্ব ফাঁকি দিচ্ছেন। তিনি দাবি করেন, সরকারের রাজস্বের মাত্র ২০ শতাংশ খাতায় আসে, বাকি ৮০ শতাংশ চলে যায় কর্মকর্তাদের ও কিছু ব্যবসায়ীর পকেটে।
অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ব্যবসায়ীদের সমস্যা স্বীকার করে প্রয়োজনীয় আইন ও নিয়ম পরিবর্তনের আশ্বাস দেন। তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের কষ্টার্জিত আয়ের একটি অংশ কর হিসেবে দিচ্ছেন, কিন্তু তারা মনে করেন এর বিনিময়ে যথাযথ সেবা পাচ্ছেন না—এটা পরিবর্তন করতে হবে। তিনি উদাহরণ টেনে বলেন, সম্প্রতি এইচএস কোডের অসঙ্গতির কারণে বিকেএমইএ’র এক রফতানিকারক বন্ডেড পণ্য ছাড়তে সমস্যায় পড়েছিলেন। এনবিআর নির্দেশ দিয়েছে, ভুল থাকলেও পণ্য ছাড়তে হবে এবং পরে তদন্ত করে সমাধান দেওয়া হবে। কর মওকুফ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি আরও বলেন, শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের ও মানুষের কল্যাণ বিবেচনায় কর মওকুফ হতে হবে। তিনি ভ্যাটকে একটি যৌক্তিক ও বৈষম্যহীন কর ব্যবস্থা হিসেবে উল্লেখ করে সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর কথা বলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান