ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হচ্ছে না হাদির মরদেহ

২০২৫ ডিসেম্বর ১৯ ১৮:২৬:৪৯

আজ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হচ্ছে না হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: দেশে পোঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। আজকের পরিবর্তে আগামীকাল আনা হবে বলে জানানো হয়।

শুক্রবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়, শহিদ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহিদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবারের দাবীর ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।

'ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সাথে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সাথে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।'

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত