ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

গণমাধ্যমের ওপর হামলায় নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব

২০২৫ ডিসেম্বর ১৯ ১৯:৩৭:৩৫

গণমাধ্যমের ওপর হামলায় নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই হামলাকে কঠোরভাবে নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। নেতৃবৃন্দ বলেন, এটি জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। একই সঙ্গে তারা বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের প্রতি সহমর্মিতা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, এবং মতপ্রকাশ ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনা। কিন্তু গণমাধ্যমে এই হামলা সেই চেতনাকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। তাই সকলের নৈতিক দায়িত্ব, দল-মত-নির্বিশেষে, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা।

জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই দায়িত্ব পালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই এগিয়ে আসবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত