ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ, পল্লী বিদ্যুৎ কর্মীদের গণছুটি অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিবিএ) বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তাদের দাবি বাস্তবায়নে গণছুটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট সমাধানের লক্ষ্যে এই প্রতিবাদ ও কর্মসূচি চলমান থাকবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় বিপিবিএ জানায়, বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্য মূল সমস্যা বা দাবিকে সমাধান না করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সরবরাহকৃত তথ্যের মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করেছে। অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, তাদের ন্যায্য দাবির যৌক্তিকতা উপলব্ধি না করে বারবার "দেশবিরোধী শক্তি" হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং "নির্বাচন পেছানোর ষড়যন্ত্র" হিসেবে দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। অ্যাসোসিয়েশন উপদেষ্টার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বার্তায় আরও বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন-পীড়নের মাধ্যমে বারবার আন্দোলনে বাধ্য করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি বারবার ভুল তথ্য-উপাত্তের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করছে। বদলি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে মর্মে উপস্থাপন করা হলেও, প্রকৃত অর্থে তা হয়নি। কর্মীদের পূর্বের কর্মস্থলে বদলির দাবি জানানো হলেও, তাদের অন্যত্র বদলি করা হয়েছে।
বিপিবিএ জানিয়েছে, বারবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে দমন-পীড়নের পন্থা অবলম্বন করা হয়েছে। শহীদ মিনারে ১৬ দিনের আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগ কর্তৃক একটি কমিটি গঠিত হলেও, আরইবি কমিটির নির্দেশনা বাস্তবায়ন না করে দমন-পীড়ন শুরু করে। কর্মপরিবেশ অস্থিতিশীল করতে কথায় কথায় বরখাস্ত, সংযুক্ত, হয়রানিমূলক বদলিসহ নানান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ১৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জন সহকর্মীকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং ২৮ জনকে স্ট্যান্ড রিলিজপূর্বক বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবহিত করলেও কোনো সুরাহা মেলেনি। আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তাকে দীর্ঘ দিন জেল খাটানো, ৪০ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, ৮৭ জনকে বরখাস্ত ও সংযুক্ত এবং সাড়ে ৬ হাজার জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে বিষয়গুলো সংবেদনশীলতার সঙ্গে দেখা হবে বলে লিখিত আশ্বাস দিলেও বারবার জামিনে থাকা কর্মকর্তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হচ্ছে। মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য বিলিং সহকারীদের নিয়মিতকরণের বিষয়ে কমিটি গঠিত হলেও প্রায় তিন মাসে কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
বিপিবিএ'র বার্তায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান অবস্থায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু সমাধান না পাওয়া পর্যন্ত পূর্বের ন্যায় স্টেশনে অনুপস্থিত থেকে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকট সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, আলোচনার মাধ্যমে সংকটের সুষ্ঠু ও স্থায়ী সমাধান পাওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস