ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ঢাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমেছে: ডিএনসিসি

২০২৫ সেপ্টেম্বর ১২ ০২:৩৭:৪২

ঢাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমেছে: ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, এবার ঢাকায় জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমেছে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দাবি অনুযায়ী, রেকর্ড বৃষ্টিপাত সত্ত্বেও জলাবদ্ধতা কমার মূল কারণ হলো জলাবদ্ধতার স্থান ও কারণ যথাযথভাবে চিহ্নিত করে কাজ করা। গত ছয় মাসে ডিএনসিসি এলাকায় ৯৬ কিলোমিটার খাল খনন এবং ২২০ কিলোমিটার নালা পরিষ্কার করার ফলেই এটি সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গুলশানে নগরভবনে আয়োজিত ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রশাসক এজাজ আরও উল্লেখ করেন, বিমানবন্দর এলাকায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কারণে জলাধার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ওই এলাকার জলাবদ্ধতা নিরসনকে কঠিন করে তুলেছে। এসব প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত এবং জলাধার পুনরুদ্ধার না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। তবে আপাতত সেখানে অস্থায়ী সমাধান করা হয়েছে।

ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য প্রকৌশল বিভাগ, ড্রেনেজ সার্কেল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে সমন্বিত করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি, নাখালপাড়া, কাজীপাড়া-শেওরাপাড়া, মিরপুর, কালশী ও বিমানবন্দর এলাকাসহ ঝুঁকিপূর্ণ স্থানে খাল খনন, নালা নির্মাণ ও পানি নিষ্কাশনের নতুন পথ তৈরির কাজ চলছে। বিশেষ করে কল্যাণপুর, বগার মা, প্যারিস ও কসাইবাড়ি খাল পুনঃখননের কাজ অব্যাহত রয়েছে।

ডিএনসিসি প্রশাসক জানান, অবহেলিত বগার মা খালের খননকাজ প্রায় শেষের দিকে, যার ফলে মিরপুরের ৬০ ফিট এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে গেছে।

রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে তিনি বলেন, একটি যৌথ জরিপ দল গঠন করা হয়েছে এবং জরিপ শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন জলাবদ্ধতার মূল কারণ হিসেবে নালায় পলিথিন, প্লাস্টিকসহ বিভিন্ন আবর্জনা ফেলার প্রবণতাকে দায়ী করেন। তিনি সবাইকে নালায় আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান, অন্যথায় পরিষ্কার করা নালাগুলো দ্রুতই পূর্বাবস্থায় ফিরে যাবে।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমও খাল রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন এবং খালে বর্জ্য ফেলা বন্ধ করার উপর জোর দিয়েছেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত