ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

২০২৫ নভেম্বর ০৯ ২৩:৪৬:২৯

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করলো জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে মোট ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এর পাশাপাশি, নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, যা মিলে মোট ২৮ দিন সরকারি ছুটি উপভোগ করা যাবে।

ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে, ২০২৬ সালে মুসলিম ধর্মাবলম্বীরা মোট ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা মোট ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা মোট ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, একজন কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি পাবেন। এই ছুটি ভোগ করার জন্য বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটির জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। কর্মীরা সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি পাবেন।

এছাড়াও, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখুনএখানে

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত