ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

এনটিএমসির মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান

২০২৫ নভেম্বর ০৯ ২২:৫৫:১০

এনটিএমসির মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।

রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোহাম্মদ ওসমান সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে, যেখানে তিনি এনটিএমসি-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, এনটিএমসির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে, যা তার পূর্বের কর্মস্থলে প্রত্যাবর্তন নির্দেশ করে। এই রদবদল সামরিক ও বেসামরিক প্রশাসনে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত