ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ধূমপানমুক্ত ঘোষণা

২০২৫ নভেম্বর ০৯ ১৮:৫৭:২৪

ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে আনুষ্ঠানিকভাবে ধূমপানমুক্ত প্রাঙ্গণ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা, সচেতনতা এবং ইতিবাচক উদ্যোগের ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। রোববার (৯ নভেম্বর) জিয়া হল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন পুরো প্রাঙ্গণকে ধূমপানমুক্ত ঘোষণা করেছেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে।

এই পরিবর্তনের পেছনে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা কয়েক মাস ধরে হলের অভ্যন্তরে ধূমপানমুক্ত পরিবেশ সমর্থনকারী শিক্ষার্থীদের কক্ষে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্টিকার সংযোজন, রুম-টু-রুম প্রচারণা এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া তারা ধূমপানবিরোধী একটি স্টুডেন্ট ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে।মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই সিদ্ধান্ত ক্যাম্পাসে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এ উদ্যোগ অন্য হল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।এর আগে হলের অভ্যন্তরে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে, আবাসিক শিক্ষার্থীদের পক্ষে মাকসুদুল হাসান রাব্বীসহ অন্যান্য ইয়ুথ অ্যাডভোকেটরা স্মারকলিপি জমা দেন। এ সময় রুহুল, হাসিকুল, আবাবিল, সাঈদ, রাকিব, শাকিলসহ হলের একাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগে সমর্থন জানিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ