ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

১২ জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন

২০২৫ নভেম্বর ০৯ ২৩:৩০:৩৭

১২ জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পদায়ন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই রদবদলের মধ্যে ১০ জন ডিসি যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য, সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঝিনাইদহের ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে নৌপরিবহন মন্ত্রণালয়ে, পঞ্চগড়ের ডিসি মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ে, চাঁদপুরের ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে, মানিকগঞ্জের ডিসি মনোয়ার হোসেন মোল্লাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে, কিশোরগঞ্জের ডিসি ফৌজিয়া খানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এবং জয়পুরহাটের ডিসি আফরোজা আকতার চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, ময়মনসিংহের ডিসি মুফিদুল আলম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্ম-সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গোপালগঞ্জের ডিসি মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে এবং এ জন্য তিনি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত হয়েছেন।

অন্যান্য পদায়নের মধ্যে, ঝালকাঠির ডিসি আশরাফুর রহমান সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অন্যদিকে, জামালপুরের ডিসি হাসিনা বেগম মন্ত্রিপরিষদ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ পেয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত