ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি

২০২৫ নভেম্বর ০৫ ২১:৫৪:৫৭

‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ৩১টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৩টি কোম্পানি গত বছর বিনিয়োগকারীদের হতাশ করলেও, এবছর সুখবর দিয়েছে। তিনটি কোম্পানিই ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যেখানে গত বছর ২০২৪ সালে ‘নো ডিভিডেন্ড’ দিয়েছিল।

কোম্পানি তিনটি হলো- এমএল ডাইয়িং, ভিএফএস থ্রেড ডায়িং এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস ।

এমএল ডাইয়িং

এমএল ডাইয়িং ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি। তবে ২০২৩ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।তবে ২০২৩ সালে ২ শতাংশ ক্যাশ এবং ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০২ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১৪ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ২৭ পয়সা, যা আগের বছর ছিল ০১ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ১৩ টাকা ২৮ পয়সা।

ভিএফএস থ্রেড ডায়িং

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি।তবে ২০২৩ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০৯ পয়সা, আগের অর্থবছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩৩ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ০১ পয়সা, যা আগের বছর ছিল ১৩ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৪ পয়সা। আগের অর্থ বছর একই সময়ে যা ছিল ২০ টাকা ২৫ পয়সা।

দুলামিয়া কটন

দুলামিয়া কটন স্পিনিং মিলস ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয়নি। প্রকৃতপক্ষে, তালিকাভুক্তির পর কোম্পানিটি কোন বছর ডিভিডেন্ড দিয়েছিল কিনা, তা ডিএসইর প্রোপাইলে উল্লেখ নেই।

সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৮ পয়সা।

এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৪১ পয়সা। আাগের বছর একই সময় যা ছিল মাইনাস ৪০ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা। আগের বছর যা ছিল মাইনাস ৪০ টাকা ৮ পয়সা।

কোম্পানিগুলো এবছর যৎসামান্য হলেও ডিভিডেন্ড দেওয়ায় এগুলোর শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এটি ভবিষ্যতে কোম্পানিগুলোর আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে মুনাফা ও ডিভিডেন্ড দিতে পারলে এসব শেয়ার আবারও বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত