ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সিমেন্ট খাতে ৫ কোম্পানির ডিভিডেন্ড, দেখুন এক নজরে

২০২৫ নভেম্বর ০৫ ১৯:১৬:১০

সিমেন্ট খাতে ৫ কোম্পানির ডিভিডেন্ড, দেখুন এক নজরে

মোবারক হোসেন:শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ৫টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ডিভিডেন্ড কমেছে ১টি কোম্পানির, ডিভিডেন্ড অপরিবর্তি রয়েছে ২টি, ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে ১টি এবং অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে ১টি কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড কমেছেপ্রিমিয়ার সিমেন্টের

প্রিমিয়ার সিমেন্ট ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালে কোম্পানিটি ২১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। গতবছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১১.৫০ শতাংশ।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৭ টাকা ৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ২৭ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫০ পয়সা। আগের বছর কোম্পানিটির নিট সম্পদমূল্য ছিল ৬৫ টাকা ৩৭ পয়সা।

অপরিবর্তিতডিভিডেন্ড ক্রাউন ওকনফিডেন্স সিমেন্টের

ক্রাউন সিমেন্ট

ক্রাউন সিমেন্ট পিএলসি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও ২০২৪ সালে কোম্পানিটি ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫২ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৬ টাকা ৭৪ পয়সা। বছরের ব্যবধানে আয় কমেছে ২ টাকা ২২ পয়সা।

তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ব্যাপকভাবে বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৯ পয়সায়, যেখানে আগের বছর এই পরিমাণ ছিল ৮ টাকা ৭১ পয়সা।

এছাড়া ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা, যা আগে বছর ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।

কনফিডেন্স সিমেন্ট

কনফিডেন্স সিমেন্ট পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ২৩ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৮ টাকা ৭৩ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৭ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ২ টাকা ৭৮ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির নিট সম্পদমূল্য ছিল ৭৪ টাকা ৭৫ পয়সা।

‘নো ডিভিডেন্ড’মেঘনা সিমেন্টের

মেঘনা সিমেন্ট মিলস পিএলসি শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। গতবছরও কোম্পানিটি কোন ডিভিডেন্দ দেয়নি।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৩৬ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৭ টাকা ১৬ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৩৯ টাকা ৬ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনভিপিএস) ছিল ৩৭ টাকা ৬৪ পয়সা।

অন্তর্বর্তী ডিভিডেন্ড লাফার্জহোলসিমের

লাফার্জহোলসিম ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম মাসের জন্য ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা ফ্যাসভ্যালুর প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ১ টাকা ৮০ পয়সা পাবেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। গতবছর কোম্পানিটি ১৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। গতবছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।

গত ৩ প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২১ পয়সা বা ৭ শতাংশ।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত