ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

দেউলিয়ার ঝুঁকিতে আনলিমা ইয়ার্ন: দায় বেড়ে দ্বিগুণ

২০২৫ নভেম্বর ০৫ ১৫:০২:২৯

দেউলিয়ার ঝুঁকিতে আনলিমা ইয়ার্ন: দায় বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড ব্যবসায় টিকে থাকার মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন কোম্পানিটির অডিটর। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, এক বছরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদের তুলনায় পরিশোধযোগ্য দায়ের পরিমাণ দ্বিগুণে পৌঁছেছে।

কোম্পানিটি জানায়, গ্যাস সরবরাহে অনিয়মিত চাপের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো না যাওয়ায় পরিচালন ব্যয় মেটানো ও রাজস্ব আয় ধরে রাখা দুটোই কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় কোম্পানিটি পণ্যের দাম বা বিক্রির পরিমাণ বাড়াতে পারছে না।

দেশীয় ও বৈদেশিক রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে নতুন কাজের আদেশ (ওয়ার্ক অর্ডার) কমে গেছে, ফলে উৎপাদন ক্ষমতা ব্যবহারও সীমিত হয়ে পড়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে কোম্পানিটি তাদের ৫৭.৬ লাখ টাকার প্রাপ্য অর্থ পুনরুদ্ধার করতে ব্যর্থ হচ্ছে।

গত দুই অর্থবছরে আনলিমা ইয়ার্নের মোট লোকসান দাঁড়িয়েছে ৫৩.৪২ মিলিয়ন টাকা, যা তাদের পূর্ববর্তী বছরগুলোর সম্মিলিত মুনাফার চেয়েও বেশি। এতে কোম্পানির ধরে রাখা আয় (রিটেইন্ড আর্নিংস) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে প্রায় ৯৯ মিলিয়ন টাকায়। অডিটর সতর্ক করেছেন—এই প্রবণতা অব্যাহত থাকলে কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৯৯৭ সালে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্ন আনলিমা গ্রুপের একটি কৌশলগত ইউনিট, যাদের ব্যবসায় রয়েছে টেক্সটাইল, ইয়ার্ন ডাইং, সেলাই সুতা, রিয়েল এস্টেট ও বিদ্যুৎ উৎপাদন খাতেও বিনিয়োগ।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত