ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি
সরকার ফারাবী: বিশ্বকাপ বাছাইপর্বের ব্যস্ততা শেষে এবার প্রীতি ম্যাচের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অক্টোবরের দুটি প্রীতি ম্যাচ শেষে নভেম্বরে আরও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। প্রতিপক্ষ হিসেবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাকে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নভেম্বরের প্রীতি ম্যাচের সময় ও স্থান
আর্জেন্টিনার নভেম্বর মাসের একমাত্র প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়। এ তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নিশ্চিত করেছে এএফএ। তবে, ম্যাচের কিক-অফ সময় এখনো নির্ধারিত হয়নি।
স্কালোনির পরিকল্পনা ও প্রস্তুতি
২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে গঠন ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। ল্যাটিন আমেরিকার বাছাইপর্ব শেষে এই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমে তিনি খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত সামঞ্জস্য যাচাই করছেন।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথমে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় একটিমাত্র ম্যাচে সীমাবদ্ধ থাকছে আর্জেন্টিনা। স্কালোনির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ তিনি এখান থেকেই চূড়ান্ত স্কোয়াডের দিকনির্দেশনা পাবেন।
দলের পরিবর্তন ও মেসির ভূমিকা
২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। কেউ অবসর নিয়েছেন, কেউবা অনিয়মিত হয়ে পড়েছেন। তাই দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে নতুন ভারসাম্য গড়ে তুলতে চান স্কালোনি। মেসির বয়স ও ওয়ার্কলোড বিবেচনা করে কোচ হয়তো তাকে কিছু ম্যাচে বিশ্রাম দেবেন বলেই ইঙ্গিত দিয়েছেন ফুটবল বিশ্লেষকরা।
ইউরোপে হবে অনুশীলন ক্যাম্প
যদিও প্রীতি ম্যাচটি আফ্রিকার মাটিতে হবে, তবে দলটির প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে স্পেনে। ম্যাচ শেষে আর্জেন্টিনা ইউরোপে ফিরে গিয়ে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে। এই দিনই শেষ হবে ফিফা উইন্ডো।
অক্টোবরের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা
অক্টোবরে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলেছে। প্রথমটিতে ভেনেজুয়েলাকে ১–০ ব্যবধানে হারায় মেসিবিহীন আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে উড়িয়ে দেয় স্কালোনির দল, যেখানে মাঠে ছিলেন লিওনেল মেসি।
আগামী বছর যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। এই ম্যাচগুলোকে ২০২৬ বিশ্বকাপের আগে তাদের বিদায়ী প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি
২০২৬ সালের মার্চে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ইউরোপীয় গণমাধ্যম জানিয়েছে, ২৮ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি