ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
মনোনয়ন পেয়ে ফজলুর রহমানের আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। দলের চূড়ান্ত ঘোষণার আগে বেশ কিছু মাস ধরে শোনা যাচ্ছিল, তার পদ স্থগিত রয়েছে—মাস দুয়েক আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদ স্থগিত করা হয়েছিল, তিন মাস পূর্ণ না হওয়ায় আদেশ এখনও উঠেনি। এই পরিস্থিতিতে অনেকেই আশা করছিলেন, ফজলুর রহমান ধানের শীষের টিকিট পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত দলের চূড়ান্ত তালিকায় প্রবীণ এই নেতার নাম দেখা যাওয়ায় চমক তৈরি হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর ফজলুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে এবং বিশেষ করে দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান যে আস্থা দিয়েছেন, আমি সেই আস্থার মর্যাদা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো দৃষ্টান্তহীনতা হবে না। তার কথায়, “এটি বলতে হবে না, কারণ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষ আমাকে বিশ্বাস করেন। তারা জানেন, যদি জয়ী হই, তাদের জন্য আমি ভালো কাজ করব। কখনোই বাজে বা অনৈতিক কাজ করব না।”
ফজলুর রহমান স্পষ্ট করেন, দেশের বা এলাকার বিরুদ্ধে কোনো অনৈতিক কাজ করার সুযোগ কখনো নেই, এবং আগামী পাঁচ বছরে যদি আল্লাহ তার জীবন রাখেন, তিনি দায়িত্বের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া আপত্তিকর মন্তব্যের কারণে তার পদ পূর্বে স্থগিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাওয়ার মাধ্যমে প্রবীণ এই নেতার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হলো, যা তার সমর্থক এবং এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি