ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নির্বাচনী উত্তাপেও শেয়ারবাজারে হামছে না পতনের মিছিল!

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ নভেম্বর ০৫ ০৭:৩৬:৫৯

নির্বাচনী উত্তাপেও শেয়ারবাজারে হামছে না পতনের মিছিল!

মো বারক হোসেন: আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে দলগুলোর প্রার্থী ঘোষণার মাধ্যমে যখন গতি ফিরছে, তখনো শেয়ারবাজারে রয়ে গেছে তীব্র সতর্কতা। রাজনৈতিক দলগুলোর প্রার্থী ঘোষণার প্রক্রিয়া শুরু হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যেও সরব আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনার মাঝেও শেয়ারবাজারে সূচক পতনের ধারা বজায় রয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করেছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরও ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ১৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। এটি নির্দেশ করে যে, রাজনৈতিক প্রক্রিয়া স্পষ্ট হওয়া সত্ত্বেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরছে না। মোট ৩৯৬ কোম্পানির মধ্যে প্রায় ২৭৭টির দর কমেছে, যা বাজারে ব্যাপক বিক্রয়চাপের চিত্র তুলে ধরে এবং পতনের মিছিল অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করায় রাজনৈতিক প্রক্রিয়া এখন আরও স্পষ্ট হচ্ছে। এই স্পষ্টতায় বিনিয়োগকারীদের মনে স্বস্তি ফেরার কথা। কিন্তু তারপরও সূচক পতনের মিছিল অব্যাহত রয়েছে। এতে প্রমাণিত হয়, একটি অংশ উদ্দেশ্যমূলকভাবে বাজারে নেতিবাচক কর্মকান্ডে এখন আরও জোরেসোরে লিপ্ত হয়েছে।

তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বিএনপির প্রার্থী ঘোষণার পর বাজারে প্রাথমিকভাবে কিছুটা দ্বিধা দেখা দিলেও বিনিয়োগকারীরা এখন পর্যবেক্ষণ পর্যায়ে আছেন। নির্বাচন ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হলে বাজার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। বাজারের সঙ্গে সংশ্লিষ্টরা আশাবাদী—পরিস্থিতি স্বাভাবিক ধারায় এগোলে শেয়ারবাজার দ্রুত ইতিবাচক মোড় নিবে।

বাজার পর্যবেক্ষকদের মতে, বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি বজায় রাখতে নীতিনির্ধারক সংস্থা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থাকে বাজার উন্নয়নে যাবতীয় নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে। বাজারে চাপ পড়তে পারে, এমন কোন বিধিবিধান প্রণয়নের উদ্যোগ থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায়, বাজার বিরোধীরা পতনের মিছিল আরও জোরদার করতে পারে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত