ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
এনসিপি এককভাবে নির্বাচন করবে : নাহিদ
নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমঝোতা বা জোট রাজনৈতিক ও আদর্শিক মিলের ওপর নির্ভর করবে; বিশেষ করে জুলাই সনদের সংস্কার দাবির সঙ্গে যদি কোনো দলের সংহতি মেলে তখনই জোটের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বর্তমানে তাদের পরিকল্পনা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার — উদ্দেশ্য ৩০০ আসনে লড়াই করা। তিনি বলেন, পার্টি এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি যোগ করেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছেন, তাদের সম্মানের কারণে কিছু নির্দিষ্ট আসনে এনসিপি প্রার্থী দিবে না — এ নীতিও দলের অগ্রাধিকারভিত্তিক সিদ্ধান্তের অংশ।
পাশাপাশি তিনি উল্লেখ করেন, সব আসনে শাপলা কলি প্রতীকে লড়াই করা হবে। নাহিদ ইসলাম দেশের নির্বাচন সংস্কৃতিতে বদল আনাকে তাদের এ বারের প্রধান লক্ষ্য হিসেবে উপস্থাপন করেন।
তিনি বলেন, "যাদের কাছে টাকা-শক্তি থাকায় ক্ষমতা অর্জিত হয়, স্থানীয় গডফাদারগিরি চলে — আমরা সেটাকে চ্যালেঞ্জ করব। এলাকার সাধারণ মানুষকে, যাদের গণ্যত্ব আছে এবং মানুষের প্রয়োজনে পাওয়া যায়, তাদেরই আমরা সংসদে দেখতে চাই।"
তিনি বললেন, এ বার তাদের লক্ষ্য হচ্ছে অর্থনীতি বা পেছনের শক্তি নয়, গণভিত্তিক প্রার্থীর উপর জোর দেওয়া।গাজী সালাহউদ্দিনের পরিবারে যান তিনি এবং মৃতককে শ্রদ্ধা জানান। নাহিদ বলেন, জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সত্ত্বেও ঠিকমতো পালন করা হয়নি; তাই বহু প্রানহানি এবং দীর্ঘমেয়াদি অবস্থা দেখা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আহত যোদ্ধাদের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা না হলে লাশের সারি ও মৃত্যু বাড়তেই থাকবে এবং রাষ্ট্রকে এ বিষয়টি গুরুত্বসহকারে নিতে হবে।
নাহিদ আরও দাবি করেন, নির্বাচনী আবহে আহত ও শহীদের কথা ভুলে যাওয়া যাবে না; যেই সরকারই পরে ক্ষমতায় আসুক, তাদের কাছে এটিই এক অটল কমিটমেন্ট হওয়া উচিত। তিনি গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে সরকার ও সব রাজনৈতিক দলকে এসব শহীদের নিরাপত্তা ও চিকিৎসার দায়িত্ব নিতে আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, নিহত হওয়ার কয়েক দিন আগে গাজী সালাহউদ্দিন এক রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন—স্থানীয়ভাবে এ নিয়ে রোখ-খোঁজ থানা পুলিশের কাছে গিয়েছে। পাশাপাশি তিনি বলেন, জুলাই যোদ্ধারা সারাদেশে ঝুঁকির মুখে আছেন এবং তাদের রাজনৈতিক নিরাপত্তার বিষয়ে সতর্কতা জরুরি।
রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে এই ত্যাগের গুরুত্ব মেনে তাদের প্রতিটি দাবির প্রতি দায়বদ্ধ হতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি