ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নতুন নামে মেঘনা ইন্স্যুরেন্সের যাত্রা

২০২৫ নভেম্বর ০৫ ১৩:০৮:৫৩

নতুন নামে মেঘনা ইন্স্যুরেন্সের যাত্রা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পাওয়ার পর আগামী ৬ নভেম্বর ২০২৫ থেকে কোম্পানিটির নতুন নাম হবে ‘মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি’।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির নাম পরিবর্তন ছাড়া অন্যান্য তথ্য—যেমন টিকার নাম, রেজিস্ট্রেশন নম্বর, পরিচালনা পর্ষদ বা মূলধন কাঠামো—অপরিবর্তিত থাকবে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির নামের শেষে “পাবলিক লিমিটেড কোম্পানি” বা “পিএলসি” যুক্ত হওয়া একটি ইতিবাচক দিক, যা স্বচ্ছতা ও করপোরেট গভর্ন্যান্সে উন্নত মান বজায় রাখার প্রতিফলন ঘটায়।

মেঘনা ইন্স্যুরেন্স ২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। কোম্পানিটি জীবনবিমা ব্যতীত সাধারণ বীমা ব্যবসায় নিয়োজিত।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত