ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ

২০২৫ নভেম্বর ০৫ ১২:৪২:২২

প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার রেজিস্ট্রেশন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত জমা পড়া সব আবেদনের তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন আগামী ৬ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদন CMS পোর্টালের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত করবেন। তদন্ত শেষ হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক অনুযায়ী এনআইডি মহাপরিচালক বরাবর প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া ১ সেপ্টেম্বর বা তার পরে জমা হওয়া কোনো আবেদন যদি প্রয়োজনীয় দলিল ছাড়া থাকে, তবে তা বাতিল না করে প্রতিবেদনে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ হিসেবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে দলিল যোগ হলে তদন্ত সম্পন্ন করা হবে।

সব তদন্ত কার্যক্রম ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে CMS পোর্টালে Investigation Report আপলোড করা এবং Action থেকে Approved/Reject করে আবেদন নিষ্পত্তি করতে হবে। বাতিল করা আবেদনের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট কারণ লিপিবদ্ধ করতে হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত