ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী, সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুত প্রশাসন

২০২৫ নভেম্বর ০৫ ১৪:৩৩:৩৪

জনগণ নির্বাচনমুখী, সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুত প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ এখন সম্পূর্ণ নির্বাচনমুখী, নির্বাচনে কোনো হুমকি বা আশঙ্কা নেই। প্রশাসন প্রস্তুত রয়েছে সুষ্ঠু ভোট আয়োজনের জন্য।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি, গাজীপুরের স্থানীয় সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে গুজব ছড়ানো হলেও সাংবাদিকদের সত্য সংবাদ প্রকাশের কারণে তা অনেক কমে গেছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সমাজের দুইটি বড় সমস্যা হলো দুর্নীতি ও মাদক। এগুলো নির্মূলে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি বলেন, “গ্রাম থেকে শহর পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে, তাই সকলকে সচেতন হতে হবে।”

তিনি জানান, গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানে জনসংখ্যা ও শ্রমিকের চাপ অনেক বেশি। এর সঙ্গে ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের সক্রিয়তা আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করে। বর্তমানে সাড়ে ছয়শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং নির্বাচনের সময় পুলিশ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগের জামিনে মুক্ত নেতাকর্মীদের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “জামিন আদালতের এখতিয়ার। তবে জামিনে বেরিয়ে কেউ অপকর্ম করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”

পার্শ্ববর্তী দেশ থেকে গুজব রটনার বিষয়ে তিনি বলেন, “সত্য সংবাদ প্রকাশই গুজবের প্রতিষেধক। সাংবাদিকরা যদি সত্য তথ্য তুলে ধরেন, তাহলে দেশবাসী বুঝতে পারবে— বাইরের রটনা মিথ্যা।”

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এ বিশ্বাস ব্যক্ত করেন তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত