ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন

২০২৫ অক্টোবর ৩০ ১৯:৩০:২১

শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের তালিকাভুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক বড় পদক্ষেপ নিয়েছে। কমিশন 'Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025'-এর খসড়ার ওপর সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করেছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএসইসি-এর মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া নিয়মটি ইতিমধ্যে বিএসইসি-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এটি মূলত কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং অন্যান্য ইক্যুইটি সিকিউরিটিজ বাজারে আনার প্রক্রিয়াকে আরও আধুনিক ও যুগোপযোগী করবে বলে আশা করা হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থাটি সংশ্লিষ্ট সকল পক্ষকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই গুরুত্বপূর্ণ খসড়ার ওপর তাদের সুচিন্তিত মতামত, পরামর্শ বা আপত্তি কমিশনের কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এটি শেয়ারবাজারের উন্নয়নে অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের একটি বড় সুযোগ।

যেভাবে মতামত জানাবেন:খসড়া 'Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025' ডাউনলোড করার জন্য ওয়েবলিংক এবং কিউআর কোড বিএসইসি-এর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগ্রহীরা এই ঠিকানায় গিয়ে সম্পূর্ণ খসড়াটি দেখতে পারবেন।

মতামত, পরামর্শ বা আপত্তি চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বরাবর লিখিতভাবে অথবা ইমেইলে প্রেরণ করা যাবে।

মতামত, পরামর্শ বা আপত্তি প্রেরণের ঠিকানা

চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটিজ কমিশন ভবন ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলানগর প্রশাসনিক এলাকা, ঢাকা -১২০৭ ইমেইল: [email protected] এবং প্রতিলিপি: [email protected]

খসড়া ডাউনলোডের ওয়েবলিংকhttps://sec.gov.bd/crequest/Draft_on_the_Bangladesh_Securities_and_Exchange_Commission_(Public_Offer_of_Equity_Securities)_Rules,_2025_30.10.2025.pdf

বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন নিয়মাবলি শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়াকে আরও গতিশীল, স্বচ্ছ এবং বিনিয়োগকারী-বান্ধব করে তুলতে সাহায্য করবে। তাই সকলের উচিত, নির্দিষ্ট সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগে তাদের মতামত প্রদান করে বাজারের উন্নয়নে অংশ নেওয়া।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত