ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

পাট অধিদপ্তরের মহাপরিচালককে বদলি

২০২৫ নভেম্বর ১০ ০০:০৫:৪৮

পাট অধিদপ্তরের মহাপরিচালককে বদলি

নিজস্ব প্রতিবেদক: সরকার পাট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মিজ জিনাত আরাকে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করেছে।

রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই দিনে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর। এর আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এই রদবদল সরকারি প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন দপ্তরের কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিত করা হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত