ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা

হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে দীর্ঘদিন পর আলোচনায় উঠে এসেছে জেড গ্রুপের চারটি শেয়ার। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় এগুলো শীর্ষস্থানে অবস্থান করেছে। শেয়ারগুলো হলো—শ্যামপুর সুগার, জেনারেশন নেক্সট, বে লিজিং এবং আমরা টেকনোলজি লিমিটেড। এতে বিনিয়োগকারীরা পেয়েছেন সর্বোচ্চ মুনাফার সুযোগ।
লেনদেনের তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে শ্যামপুর সুগারের শেয়ারদর বেড়েছে সর্বোচ্চ ২২.৮৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের দাম বেড়েছে ২০ শতাংশ। একই হারে বেড়েছে বে লিজিংয়ের শেয়ারদরও। এ ছাড়া আমরা টেকনোলজির শেয়ারদর বেড়েছে ১৯.৮৫ শতাংশ।
জানা গেছে, শ্যামপুর সুগার, জেনারেশন নেক্সট ও বে লিজিং গত দুই বছরের বেশি সময় ধরে বিনিয়োগকারীদের কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি। ফলে এই তিনটি কোম্পানি জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, আমরা টেকনোলজি সর্বশেষ ২০২৪ সালে মাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও তা এখনো শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করেনি। এজন্য এটিও জেড গ্রুপে স্থান পেয়েছে।
বিশ্লেষকদের মতে, মৌলভিত্তি দুর্বল হওয়া সত্ত্বেও জেড ক্যাটাগরির শেয়ারে প্রায়ই অস্বাভাবিক দরবৃদ্ধি লক্ষ্য করা যায়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা দ্রুত মুনাফার আশায় ঝুঁকি নিয়ে এই শেয়ারগুলোতে বিনিয়োগ করেন। সাম্প্রতিক দরবৃদ্ধিও তারই প্রতিফলন।
বাজার সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, জেড গ্রুপের শেয়ার সাধারণত ঝুঁকিপূর্ণ। কারণ এগুলোর বেশিরভাগ কোম্পানির আর্থিক অবস্থান দুর্বল এবং নিয়মিত ডিভিডেন্ড প্রদানের রেকর্ড নেই। তাই সাময়িক দরবৃদ্ধি বিনিয়োগকারীদের উচ্ছ্বাস তৈরি করলেও দীর্ঘমেয়াদে এতে ক্ষতির ঝুঁকি প্রবল।
তবে ইতিবাচক দিক হলো, সপ্তাহজুড়ে এই চার শেয়ারের দরবৃদ্ধি বাজারে জেড ক্যাটাগরির শেয়ার লেনদেন সক্রিয় করেছে। দীর্ঘদিন মন্দাবাজারের চাপে থাকা ক্ষুদ্র বিনিয়োগকারীরা অন্তত সাময়িক স্বস্তি পেয়েছেন। বিশেষ করে স্বল্পমেয়াদি লেনদেনে অভ্যস্ত বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা গেছে।
অন্যদিকে, বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, জেড গ্রুপের শেয়ারের অস্বাভাবিক উত্থান শেয়ারবাজারে স্থায়ী আস্থা তৈরি করে না। বরং বিনিয়োগকারীরা যদি মৌলভিত্তি ভালো কোম্পানির প্রতি বেশি মনোযোগী হন, তবে বাজারের সামগ্রিক স্থিতিশীলতা বাড়বে।
সব মিলিয়ে, বিদায়ী সপ্তাহে জেড গ্রুপের চার শেয়ারে মুনাফার উল্লাস থাকলেও বিনিয়োগকারীদের জন্য বার্তা স্পষ্ট—শেয়ারবাজারে টেকসই লাভের জন্য মৌলভিত্তি ভালো কোম্পানির ওপর আস্থা রাখাই শ্রেয়। স্বল্প সময়ের এই উত্তাল গতিবিধি সাময়িক আনন্দ দিলেও, দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার জন্য এটি একটি নির্ভরযোগ্য পথ নয়।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার