ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

ফিলাডেলফিয়া মাতালেন রকস্টার জেমস

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ২৮ ১৪:৩১:২৭
ফিলাডেলফিয়া মাতালেন রকস্টার জেমস

লস অ্যাঞ্জেলসের পর এবার ফিলাডেলফিয়ার প্রবাসীদের হৃদয় ছুঁয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। নগর বাউলের এই প্রধান কণ্ঠশিল্পী, গীতিকার ও গিটারিস্টের প্রাণবন্ত পরিবেশনায় বিমোহিত হন পেনসিলভানিয়ার গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে উপস্থিত হাজারো দর্শক।

যুক্তরাষ্ট্রে চলমান কনসার্ট ট্যুরের অংশ হিসেবে জুন মাস থেকেই দেশটিতে অবস্থান করছেন জীবন্ত কিংবদন্তি জেমস। একের পর এক শহরে কনসার্টের মাধ্যমে তিনি তুলে ধরছেন বাংলা সংগীতের সমৃদ্ধতা ও গভীরতা।

গত শুক্রবার (২৫ জুলাই) ফিলাডেলফিয়ার কনসার্টটি অনুষ্ঠিত হয়। মূল আয়োজনে যাওয়ার আগে পারফর্ম করেন প্রবাসী শিল্পী পারসানা ইভানা ও রাসেল। এরপর মোটরবাইকে করে স্টেজে হাজির হন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী দীঘিকে সঙ্গে নিয়ে তার পরিবেশনা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।

রাতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত আসে যখন মঞ্চে ওঠেন রকস্টার জেমস। পদ্ম পাতার জল, গুরু ঘর বানাইলা কি দিয়া, মায়ের মতো গান-সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। সুরের জাদুতে কেউ আবেগে আপ্লুত, কেউবা আনন্দে উদ্বেল।

বিশেষ মুহূর্ত তৈরি হয় যখন তিনি গাইতে শুরু করেন হিন্দি সিনেমার জনপ্রিয় গান ভিগি ভিগি— মুহূর্তেই শ্রোতারা হারিয়ে যান এক অন্য জগতে।

সুন্দর ও প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি আরও মনোগ্রাহী করে তোলেন শারমিনা সিরাজ সোনিয়া।

এই আয়োজনের পেছনে ছিল নিউ হোপ হোম কেয়ার এবং রিভারাইন এন্টারটেইনমেন্ট। আয়োজক সংগঠনের পক্ষ থেকে সাইফুজ্জামান ড্যানী ও সাইকুল ইসলাম জানান, কনসার্টের টিকিট বিক্রির অংশবিশেষ বাংলাদেশের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সহায়তায় ব্যয় করা হবে। কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল নেক্সট জেন ও ঢাকা সার্কেল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত