ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সৌদিতে এক সপ্তাহে ২৩ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার
সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে আরবজুড়ে চলমান অভিযানে এক সপ্তাহে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রবিবার (২০ জুলাই) এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে জানানো হয়, ১০ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ২৩ হাজার ১৬৭ জন প্রবাসীকে আটক করা হয়। দেশব্যাপী নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অংশগ্রহণে এসব অভিযান পরিচালিত হয় এবং ওইসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে বিপুল সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৪ হাজার ৫২৫ জন আবাসন আইন, ৫ হাজার ৫১১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩১৩ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপীয় নাগরিকের সংখ্যাই বেশি ছিল।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ৩০ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক। এছাড়া, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪১ জন প্রবাসীকে আটক করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ২২ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ১৬ হাজার ৪৪১ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। যাদের মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী।
গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ৮ হাজার ৬২২ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৩৯৩ জনকে ফেরত পাঠানোর জন্য চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে।
একই সময়ে গ্রেপ্তার হওয়া ১০ হাজার ৫৮৭ জনকে এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে আসছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো অভিবাসী শ্রমিক কাজ করছেন। দেশটির স্থানীয় গণমাধ্যমে নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান এবং অবৈধ অভিবাসীদের আটকের খবর প্রকাশিত হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত