ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
‘বিএনপির ১৬ বছরের আন্দোলনের পটভূমি চব্বিশের জুলাই’
.jpg)
২০২৪ সালের জুলাই আন্দোলন আসলে গত ১৬ বছর ধরে চলা বিএনপির গণতন্ত্রপন্থী সংগ্রামের স্বাভাবিক পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে যে আন্দোলনের পটভূমি রচিত হয়েছে, জুলাইয়ের আন্দোলন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সেখানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, আ’লীগ এবং তাদের সহযোগীরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করছে। একদিকে যখন বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কুৎসা ছড়ানো হচ্ছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন।
এই প্রসঙ্গে তিনি জানান, কুড়িগ্রামে জুলাই আন্দোলনে নিহত ১০টি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিজভী বলেন, দুয়েকটি ইসলামী দল আজ যে রাজনীতি করছে, সেটা জিয়াউর রহমানের উদারতায়ই সম্ভব হয়েছে। ইসলাম এবং মুসলমানদের অধিকার নিয়ে যদি কোনো দল সত্যিকারের ভূমিকা রাখে, তাহলে সেটা বিএনপি।
তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে আজেবাজে ও মিথ্যা কনটেন্ট ছড়ানো হচ্ছে। এসব আমরা জানি এবং পর্যবেক্ষণে রেখেছি।
রিজভী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের বলেছি কোনো উসকানিতে পা দেবেন না। শান্তিপূর্ণভাবে জনগণের পাশে থাকুন এবং গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ