ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এনবিআরের ৮ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ১৫:২৬:৩৪
এনবিআরের ৮ কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কর বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকা পাঁচজন যুগ্ম কর কমিশনার ও তিনজন উপ-কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন; কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, নোয়াখালী কর অঞ্চলের মোনালিসা শাহরীন সুস্মিতা, কক্সবাজার কর অঞ্চলের আশরাফুল আলম প্রধান, উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার নুশরাত জাহান শমী, কুমিল্লা কর অঞ্চলের উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল

তাদের বরখাস্তের কারণ বা প্রেক্ষাপট প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক শৃঙ্খলা এবং দাফতরিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআরের পক্ষ থেকে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত