ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ডুয়ার সদস্যদের পরিবারের স্কুলে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ১৫:১৪:১৯
ডুয়ার সদস্যদের পরিবারের স্কুলে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়

রাজধানীর নিউ হরিজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির ক্ষেত্রে মওকুফ ও টিউশন ফি'র ১০ শতাংশ ছাড় পাবেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্যদের সন্তান ও নাতি-পুতিরা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে নিউ হরিজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ডুয়ার সমঝোতা স্মারক সাক্ষরকালে এ তথ্য জানানো হয়।

এসময় ডুয়ার সদস্য সচিব এটিএম আব্দুল বারী ড্যানি, দপ্তর সচিব বায়েজীদ বোস্তামি, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের মহাব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম, ম্যানেজার অর্পনা ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

ডুয়ার সদস্য সচিব আব্দুল বারী ড্যানি বলেন, ডুয়ার সদস্যদের সন্তান ও পরিবারের সদস্যরা এই স্কুলে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। আমরা আশা করব নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। এছাড়াও, দেশের শিক্ষার প্রসারে তারা যুগান্তকারী ভূমিকা রাখবে। তাদের হাত ধরেই শিক্ষাব্যবস্থায় নতুনত্ব আসবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত