ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকারদলীয় কেউ সংবিধান সংশোধন করুক আমরা চাই না: জামায়াত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ১৫:৫০:০০
সরকারদলীয় কেউ সংবিধান সংশোধন করুক আমরা চাই না: জামায়াত

সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেবলমাত্র একটি দল সিদ্ধান্ত নেবে এটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, কিছু দল নিজেদের সুবিধামতো সংবিধান সংশোধন করেছে। আমরা চাই না যে কেবল সরকারদলীয় কেউ এই ধরনের সিদ্ধান্ত নেবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য প্রয়োজন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরও বলেন, রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে, কিন্তু সেটা যেন সহজ না হয়। সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াটি আরও কঠোর ও সমন্বিত হওয়া উচিত। একক দলীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা উচিত নয়।

মোহাম্মদ তাহের মনে করেন, ক্ষমতাসীন দলের পাশাপাশি অন্যান্য বড় রাজনৈতিক দলগুলোকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। তাহের বলেন, রাষ্ট্রীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জরুরি, বিশেষত এমন বড় সিদ্ধান্তে।

এর আগে সকাল ১১টা ১৫ মিনিটে বৈঠক শুরু হয়, যাতে অংশ নেয় দেশের ২০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সম্ভাবনা, সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায়।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপ পর্বে বিভিন্ন দল তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরছে, যার ভিত্তিতে একটি সুসংগঠিত প্রস্তাবনা তৈরি করে তা রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত