ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগির, পরীক্ষা সনাতন পদ্ধতিতেই

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৫ ১৩:০৫:৪৪
সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি শিগগির, পরীক্ষা সনাতন পদ্ধতিতেই

রাজধানীর সরকারি সাত কলেজ খুব দ্রুত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের ২০ তারিখের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং জুলাই থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, ভর্তি বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, আমরা আশা করছি ২০ জুলাইয়ের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করব। এরপর অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে এবং আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর মাস থেকেই নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডিসিইউর অধীনে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম

ঢাকার সাত সরকারি কলেজ এবার থেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ) নামের একটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে। এ লক্ষ্যে জুলাই মাসের শুরুতেই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন মিলেছে। ফলে এবারই প্রথমবারের মতো সাত কলেজে ডিসিইউর অধীনেই ভর্তি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি মার্চ মাসে ইউজিসিতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় চূড়ান্ত হয়। বর্তমানে এটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনাধীন রয়েছে। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে একটি অধ্যাদেশ জারি করে এই নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।

সেকেন্ড টাইম শিক্ষার্থীদের জন্য সুখবর

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি সেকেন্ড টাইম পরীক্ষার্থীদেরও এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন অধ্যাপক ইলিয়াস। তবে তিনি সতর্ক করে বলেন, এটি হয়তো এই বছরই শেষবার সুযোগ থাকবে। আগামী বছর থেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বাতিল হতে পারে।

সনাতন পদ্ধতিতেই হবে ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা সনাতন (অফলাইন) পদ্ধতিতে আয়োজন করা হলেও প্রযুক্তিগত সহায়তা দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করতে পারে। এই বিষয়ে বুয়েটের সঙ্গে আলোচনা চলছে, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তারা প্রযুক্তি ও পরীক্ষাব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।

সাত কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর, কারণ প্রথমবারের মতো একক ও স্বাধীন প্রশাসনিক কাঠামোর অধীনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে যা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত