ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
রাজপথে নামার ঘোষণা দিলেন এসএসসিতে ফেল শিক্ষার্থীরা
.jpg)
সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশের প্রায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই বিপুল সংখ্যক ফেল করা শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজনের দাবি জানিয়েছে। দাবি আদায়ে তারা আগামী সোমবার (১৪ জুলাই) দেশের সব বিভাগে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন ও রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) ‘এসএসসি ২০২৫ ব্যাচের অকৃতকার্য শিক্ষার্থীদের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে’ এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ফেল করা শিক্ষার্থীদের অভিযোগ, এমসিকিউ অংশে মাত্র ১-২ নম্বরের জন্য তারা অকৃতকার্য হয়েছেন। যদিও রচনামূলক অংশে তাদের প্রাপ্ত নম্বর ছিল ৪০ থেকে ৫০-এর মধ্যে। রচনামূলক ও বহুনির্বাচনী অংশে আলাদাভাবে পাসের নিয়ম কার্যকর করার ফলে তারা পুরো এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। কোনো পূর্ব প্রস্তুতি ও শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এই নিয়ম চালু করাকে তারা অমানবিক বলে উল্লেখ করেছেন।
তাদের মতে, যেসব শিক্ষার্থী সর্বোচ্চ তিন বিষয়ে ফেল করেছে তাদের জন্য ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করলে অধিকাংশই উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। এতে করে শিক্ষার্থীরা মানসিক ভাঙন ও সমাজের অবহেলার হাত থেকে রক্ষা পাবে।
এদিকে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, প্রকাশিত ফলাফলই প্রকৃত ও নিরপেক্ষ। পরীক্ষকদের সঠিকভাবে খাতা মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং কোনো অতিরিক্ত নম্বর দিতে বলা হয়নি। তিনি বলেন, "উপর মহল থেকে কোনো চাপ ছিল না। আমাদের বলা হয়েছে—রেজাল্ট যা হবে সেটাই দিতে হবে। আমরাও তা অনুসরণ করেছি।"
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সবচেয়ে বেশি শিক্ষার্থী গণিতে ফেল করেছে। সারা দেশে ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি যা গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি (২০২৪ সালে সংখ্যাটি ছিল ৫১)। তবে ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ