ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
কলেজে ভর্তিতে আসছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটা!
.jpg)
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারের ভর্তি মৌসুমে থাকছে গুরুত্বপূর্ণ কিছু নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটাব্যবস্থার পুনর্বিন্যাস, ভর্তি কার্যক্রমে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, কারিগরি সমন্বয় এবং উচ্চমানের কলেজে ভর্তির শর্তাবলীতে সংশোধন আনা হতে পারে।
এ বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। কিন্তু শিক্ষা বোর্ড ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে মাত্র ২৪০ থেকে ২৫০টি মানসম্পন্ন কলেজে মোট আসন সংখ্যা এক লাখের কিছু বেশি। ফলে জিপিএ-৫ প্রাপ্ত অনেক শিক্ষার্থীই পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।
এবার ভর্তি নীতিমালায় কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, “এবার ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছেন, এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।”
ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, “বোর্ডের পক্ষ থেকে ২০২৫ সালের ভর্তিকে সামনে রেখে কোটাব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে।”
‘জুলাই গণ-অভ্যুত্থান’ কোটার প্রস্তাব!
বর্তমানে কলেজ ভর্তিতে ৭ শতাংশ কোটা চালু রয়েছে। যার মধ্যে ৫ শতাংশ সংরক্ষিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এবারের ভর্তির নীতিমালায় ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের জন্য নতুন করে একটি বিশেষ কোটা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ পরিদর্শক বলেন, “বর্তমানে কলেজ পর্যায়ে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আর নাতি-নাতনিদের জন্য কোটার বৈধতা উচ্চ আদালত ইতোমধ্যে বাতিল করেছে। ফলে সময় এসেছে এই কোটানীতিতে পরিবর্তন আনার।”
উল্লেখ্য, গত ১০ জুলাই (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যেখানে ২০২৪ সালে এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, আগের বছরের তুলনায় পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি