ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
৩৫ বছর পর পরীক্ষায় বসে এক বিষয়ে ফেল
নাটোরের দেলোয়ার হোসেন দুলুর শিক্ষাজীবন থেমে গিয়েছিল তিন দশকের বেশি সময় আগে। তবে ৫২ বছর বয়সে এসেও শিক্ষা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে আবার ফিরিয়ে এনেছে পরীক্ষার কেন্দ্রে।
দুলু এবার কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে না পারায় এবছরও পাস করতে পারেননি তিনি। তবু হাল ছাড়েননি; আগামী বছর ফের পরীক্ষা দিয়ে পাস করার দৃঢ় আশাবাদ তার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোশী গ্রামের বাসিন্দা দেলোয়ার বর্তমানে জামনগড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দুলু। ১৯৮৫ সালে প্রাথমিক এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি লাভ করেন। কিন্তু ১৯৯০ সালে এসএসসি পরীক্ষার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা বহিষ্কৃত হন। ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সন্তানদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে গিয়ে আবারও পড়ালেখার প্রয়োজনীয়তা অনুভব করেন দুলু। গোপনে নবম শ্রেণিতে ভর্তি হন এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
দেলোয়ার হোসেন বলেন, "ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। একটি ঘটনার কারণে সব থেমে গিয়েছিল। এখন আবার সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই। সমাজের নানা কথার পরোয়া না করে পরীক্ষা দিয়েছি। যদিও এবার ইংরেজিতে পাস করতে পারিনি, তবে হাল ছাড়ছি না। আগামীবার সফল হবই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে