ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
৩৫ বছর পর পরীক্ষায় বসে এক বিষয়ে ফেল
নাটোরের দেলোয়ার হোসেন দুলুর শিক্ষাজীবন থেমে গিয়েছিল তিন দশকের বেশি সময় আগে। তবে ৫২ বছর বয়সে এসেও শিক্ষা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাকে আবার ফিরিয়ে এনেছে পরীক্ষার কেন্দ্রে।
দুলু এবার কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে ইংরেজি বিষয়ে উত্তীর্ণ হতে না পারায় এবছরও পাস করতে পারেননি তিনি। তবু হাল ছাড়েননি; আগামী বছর ফের পরীক্ষা দিয়ে পাস করার দৃঢ় আশাবাদ তার।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোশী গ্রামের বাসিন্দা দেলোয়ার বর্তমানে জামনগড় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন দুলু। ১৯৮৫ সালে প্রাথমিক এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি লাভ করেন। কিন্তু ১৯৯০ সালে এসএসসি পরীক্ষার সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা বহিষ্কৃত হন। ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সন্তানদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে গিয়ে আবারও পড়ালেখার প্রয়োজনীয়তা অনুভব করেন দুলু। গোপনে নবম শ্রেণিতে ভর্তি হন এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
দেলোয়ার হোসেন বলেন, "ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। একটি ঘটনার কারণে সব থেমে গিয়েছিল। এখন আবার সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চাই। সমাজের নানা কথার পরোয়া না করে পরীক্ষা দিয়েছি। যদিও এবার ইংরেজিতে পাস করতে পারিনি, তবে হাল ছাড়ছি না। আগামীবার সফল হবই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা