ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
কেন এবারের এসএসসি ফলাফলে ‘ধস’, ব্যাখ্যা দিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
.jpg)
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফলাফলে দেখা গেছে বড় ধরনের পতন। ২০২৪ সালে অকৃতকার্য পরীক্ষার্থীর হার ছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৫ শতাংশে। প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী এবার পাস করতে ব্যর্থ হয়েছে।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও দেখা গেছে লক্ষণীয় হ্রাস। ২০২৪ সালে যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়েছিল এবার সেই সংখ্যা নেমে এসেছে ১ লাখ ৩৯ হাজার ৩২-এ।
এছাড়া শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে তিনগুণের বেশি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, "এবারের ফলাফলে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়েছে। কোনো পরীক্ষককে বাড়তি নম্বর দিতে বলা হয়নি এবং আমাদের ওপর কোনো ধরনের চাপও ছিল না। পরীক্ষকদের নিরপেক্ষভাবে মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছিল।"
চেয়ারম্যান আরও জানান, "আগে কী হতো তা না বললেও এখন যা প্রকাশ হয়েছে সেটিই সত্য ও স্বচ্ছ ফলাফল।"
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। ফলাফল প্রস্তুত করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার ভিত্তিতে।
ফল প্রকাশ উপলক্ষে এবার কোনো আনুষ্ঠানিকতা না রেখে স্বচ্ছতা ও সরলতার ওপর জোর দিয়ে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর