ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানালেন সুখবর

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুলাই ১৪ ১০:১৭:১৭
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানালেন সুখবর

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, শিশুদের প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে নানামুখী উদ্যোগ সরকার নিয়েছে।

রোববার (১৩ জুলাই) হবিগঞ্জে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষার্থীদের টিকিয়ে রাখতে উপবৃত্তির পাশাপাশি দুপুরের খাবার কর্মসূচিও চালু করা হয়েছে।

এ উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে ১৫০টি উপজেলায় শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।”

তিনি আরও জানান, ভাটি অঞ্চলে কাজের মৌসুমে অনেক অভিভাবক দূরে পাড়ি জমান। তখন তারা সন্তানদেরও সঙ্গে নিয়ে যান। ফলে শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত