ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
রুট, স্মিথ-বুমরাহ’র ইতিহাস

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তবে তার এই অর্জনের দিনেই বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ, যিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৮৭ রানে থামার পর ব্যাট হাতেও ইতিহাস গড়েছেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ।
রুটের রেকর্ডময় ৩৬তম সেঞ্চুরি
আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া রুট আজ (শুক্রবার) দিনের শুরুতেই ৮ বলের মধ্যে শতক সম্পন্ন করেন। এই শতকের মাধ্যমে তিনি টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের তালিকায় আরও এগিয়ে গেলেন। তার সামনে এখন কেবল কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং শচীন টেন্ডুলকার (৫১)।
১০৪ রানের ইনিংস খেলে আউট হওয়ার আগে রুট আরও কয়েকটি মাইলফলক স্পর্শ করেন।
ঘরের মাঠে ৭০০০ রান: ইংল্যান্ডের মাটিতে ৭০০০ টেস্ট রান পূর্ণ করা পঞ্চম ব্যাটার হলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, মাহেলা জয়াবর্ধনে এবং জ্যাক ক্যালিস।
লর্ডসে টানা তিন সেঞ্চুরি: লর্ডসের মাঠে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হিসেবে মাইকেল ভন ও জ্যাক হবসের পাশে নাম লেখালেন রুট।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি: ভারতের বিপক্ষে এটি রুটের ১১তম টেস্ট সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেকর্ডে ভাগ বসালেন।
বুমরাহ ও স্মিথের কীর্তি
ইংল্যান্ডের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৭৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে তিনি ভারতের হয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ (১৩তম) পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন, পেছনে ফেলেন কিংবদন্তি কপিল দেবকে (১২)। এটি তার ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট শিকার।
অন্যদিকে, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথও গড়েছেন অনন্য রেকর্ড। ৫১ রানের ইনিংস খেলার পথে তিনি দ্রুততম (যৌথভাবে) ২১ ইনিংসে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন। এর আগে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককও ২১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। তবে বলের হিসাবে (১৩০৩ বল) স্মিথই এখন দ্রুততম।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ডের প্রথম ইনিংসে রুটের ১০৪ রান ছাড়াও ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১ এবং ওলি পোপ ও বেন স্টোকস ৪৪ রান করে অবদান রাখেন। ভারতের পক্ষে বুমরাহ ৫টি এবং মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি ২টি করে উইকেট লাভ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য