ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
রুট, স্মিথ-বুমরাহ’র ইতিহাস

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তবে তার এই অর্জনের দিনেই বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ, যিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩৮৭ রানে থামার পর ব্যাট হাতেও ইতিহাস গড়েছেন ইংলিশ উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ।
রুটের রেকর্ডময় ৩৬তম সেঞ্চুরি
আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া রুট আজ (শুক্রবার) দিনের শুরুতেই ৮ বলের মধ্যে শতক সম্পন্ন করেন। এই শতকের মাধ্যমে তিনি টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের তালিকায় আরও এগিয়ে গেলেন। তার সামনে এখন কেবল কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং শচীন টেন্ডুলকার (৫১)।
১০৪ রানের ইনিংস খেলে আউট হওয়ার আগে রুট আরও কয়েকটি মাইলফলক স্পর্শ করেন।
ঘরের মাঠে ৭০০০ রান: ইংল্যান্ডের মাটিতে ৭০০০ টেস্ট রান পূর্ণ করা পঞ্চম ব্যাটার হলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, মাহেলা জয়াবর্ধনে এবং জ্যাক ক্যালিস।
লর্ডসে টানা তিন সেঞ্চুরি: লর্ডসের মাঠে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার হিসেবে মাইকেল ভন ও জ্যাক হবসের পাশে নাম লেখালেন রুট।
ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি: ভারতের বিপক্ষে এটি রুটের ১১তম টেস্ট সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেকর্ডে ভাগ বসালেন।
বুমরাহ ও স্মিথের কীর্তি
ইংল্যান্ডের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৭৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করে তিনি ভারতের হয়ে বিদেশের মাটিতে সর্বোচ্চ (১৩তম) পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েন, পেছনে ফেলেন কিংবদন্তি কপিল দেবকে (১২)। এটি তার ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট শিকার।
অন্যদিকে, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথও গড়েছেন অনন্য রেকর্ড। ৫১ রানের ইনিংস খেলার পথে তিনি দ্রুততম (যৌথভাবে) ২১ ইনিংসে ১০০০ টেস্ট রান পূর্ণ করেন। এর আগে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককও ২১ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। তবে বলের হিসাবে (১৩০৩ বল) স্মিথই এখন দ্রুততম।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ডের প্রথম ইনিংসে রুটের ১০৪ রান ছাড়াও ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১ এবং ওলি পোপ ও বেন স্টোকস ৪৪ রান করে অবদান রাখেন। ভারতের পক্ষে বুমরাহ ৫টি এবং মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি ২টি করে উইকেট লাভ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ