ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
ক্রিকেটে না পারলেও ফুটবলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
.jpg)
ক্রিকেটে তিন ফরম্যাট তথা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বার্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল (পুরুষ)। তবে ৩ ফরম্যাটের মধ্যে দুইটিতেই (টেস্ট ও ওয়ানডে) সিরিজ হেরেছে বাংলাদেশ। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ জাতীয় দল।
তবে ক্রিকেটে জাতীয় দল না পারলেও ফুটবলে তরুণীরা শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করেছে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে ক্ষুদে টাইগ্রেসরা।
শ্রীলঙ্কার লায়ানসিকা জাসোথারান বাংলাদেশের জালে বল পাঠানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে লঙ্কান ডাগআউট। কে বলবে এই দলই আগের ম্যাচে হজম করেছিল ৮ গোল! বড় ব্যবধানে হারলেও একটি গোলের প্রাপ্তি নিয়েই যেন খানিকটা স্বস্তি খুঁজেছে তারা। তবে সেই স্বস্তি বাংলাদেশের জয়ের আনন্দে কোনোভাবেই ছায়া ফেলতে পারেনি।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তারা উড়িয়ে দিয়েছে ৯-১ গোলের বড় ব্যবধানে। যেন ফেবারিট হিসেবেই টুর্নামেন্টে নিজেদের জানান দিল।
যদিও এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, এরপর মাঠের পরিস্থিতি দেখে তা বোঝার উপায় ছিল না। ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও মাঠ-সংক্রান্ত জটিলতায় তা পিছিয়ে জুলাইয়ে আয়োজিত হয়। অথচ বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের অবস্থা ছিল অত্যন্ত করুণ। এবড়োখেবড়ো এই মাঠেই প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে সেই মুনকির শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান ৩-০ হতে পারত।
২৯ মিনিটে বাঁ দিক থেকে স্বপ্নার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সাগরিকা। এক মিনিট পর বক্সে তাঁর শটটি ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারও। কিন্তু তিনিও থারুশিকাকে পরাস্ত করতে ব্যর্থ হন।
৩৩ মিনিটে উমেলা মারমার চমৎকার এক পাসে গোল করতে ব্যর্থ হন সাগরিকা। তবে ৩৭ মিনিটে অবশেষে গোলের দেখা পান এই ফরোয়ার্ড। সিনহা জাহান শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন থারুশিকা। কিন্তু বল পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। যেখান থেকে সহজেই ফাঁকা জালে বল পাঠান তিনি।
বিরতির পর ৪৮ মিনিটে সাগরিকার কাট ব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মুনকি। ৫০ মিনিটে শান্তি মার্দির ক্রসে পা ছুঁইয়ে গোল করেন শিখা। ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাসে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে সাগরিকা করেন দলের ষষ্ঠ গোল। ৫৯ মিনিটে পূজা দাসের কাট ব্যাক থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।
৮৫ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয় রুপা আক্তারের সামনে। বন্যা খাতুনের কর্নার ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন লঙ্কান খেলোয়াড় গাগানি সেল্লাপেরুমাগে। আর সেই বল থেকে দুর্দান্ত শটে দলের অষ্টম গোলটি করেন রুপা।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়ান-টু-পাসে গোল করেন শ্রীলঙ্কার লায়ানসিকা জাসোথারান। শেষ মুহূর্তে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোলটি করেন শান্তি মার্দি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
- শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু