ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ভারতে ফের যুদ্ধবিমান বিধ্ব'স্ত

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ০৯ ১৯:১১:১৪
ভারতে ফের যুদ্ধবিমান বিধ্ব'স্ত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানের চুরু জেলায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় এই ঘটনা ঘটে বলে বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় বুধবার বেলা ১টা ২৫ মিনিটে চুরু জেলার ভানোদা গ্রামের কাছে ভারতীয় বিমানবাহিনীর দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কোনো বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়নি।

দেশটির বিমান বাহিনী জানিয়েছে, চুরু জেলায় যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটনায় তদন্ত শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতীয় বিমানবাহিনী বলেছে, 'বিমানবাহিনী যুদ্ধবিমান বিধ্বস্তে দুই পাইলটের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে এবং এই শোকের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে।'

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এটি ভারতের বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানের তৃতীয় বিধ্বস্ত ঘটনা। এর আগে ৭ মার্চ হরিয়ানার পাঁচকুলায় এবং ১২ এপ্রিল গুজরাটের জামনগরে দুটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

রাজস্থানের সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা ভারতীয় বিমানবাহিনীর এই বিশেষ দুই-ইঞ্জিনবিশিষ্ট জাগুয়ার যুদ্ধবিমান সাধারণত এক বা দুই আসনের হয়। যদিও এই বিমান পুরোনো তবুও এটি ভারতীয় বিমানবাহিনীতে ব্যাপক ব্যবহৃত। তবে সময়ের সঙ্গে বিভিন্ন উন্নয়ন ও পরিবর্তন আনা হয়েছে।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে, যা ছয়টি স্কোয়াড্রনে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: এনডিটিভি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত