ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক করা হচ্ছে যে নিয়ম

২০২৫ সালের মে মাস থেকে থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য চালু হচ্ছে নতুন বিধান। ওই সময় থেকে দেশটিতে প্রবেশ করতে হলে সব অ-থাই নাগরিককে বাধ্যতামূলকভাবে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (TDEC) পূরণ করতে হবে।
সম্প্রতি থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিয়মের বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা থেকে থাইল্যান্ডগামী ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোকে চিঠির মাধ্যমে অবহিত করেছে।
এতে বলা হয়েছে, 'এটি একটি অনলাইন ফর্ম, যা যাত্রীরা আগাম পূরণ করে জমা দেবেন থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে। থাইল্যান্ডে প্রবেশের কমপক্ষে তিনদিন আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নতুন ব্যবস্থার আওতায় বিমান, স্থল ও জলপথ—তিন পথেই প্রবেশকারী যাত্রীদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যেভাবেই প্রবেশ করুন না কেন, ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। আবেদন করতে হবে www.tdac.immigration.go.th ওয়েবসাইটে।'
থাই সরকার জানিয়েছে, নতুন এই ব্যবস্থা চালুর মূল লক্ষ্য হলো—দেশে প্রবেশের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। আগাম যাত্রী তথ্য সংগ্রহের মাধ্যমে বিমানবন্দরে দীর্ঘ লাইনে অপেক্ষার প্রয়োজন হবে না এবং ইমিগ্রেশন চেকপ্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে।
এ ঘোষণার পরই দেশটির ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করা হয়েছে যেন তারা দ্রুত তাদের যাত্রীদের এই নতুন নিয়ম সম্পর্কে অবগত করে।
বাংলাদেশ থেকে প্রতিবছর চিকিৎসা ও অবকাশ যাপনের জন্য বহু মানুষ থাইল্যান্ডে ভ্রমণ করেন। অনেক সময় তারা পরিবারের সদস্যদেরও সঙ্গে নেন। তাই নতুন এই নিয়ম মাথায় রেখে আগেভাগেই ভ্রমণের পরিকল্পনা করা জরুরি।
ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিগুলোর উচিত প্রতিটি ক্লায়েন্টকে এই নিয়ম সম্পর্কে যথাযথভাবে অবহিত করা।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল অ্যারাইভাল কার্ড ফরম পূরণ প্রক্রিয়াটি সহজ এবং মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা সম্ভব। তবে নির্ধারিত সময়ের মধ্যে এটি না করলে বিমানবন্দরে যাত্রা বাতিলের মতো জটিল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ