ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এএফসিতে অভিযোগ করবে বাংলাদেশ, বিতর্কিত রেফারিং ইস্যু

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ১১ ১৪:১৪:০৩
এএফসিতে অভিযোগ করবে বাংলাদেশ, বিতর্কিত রেফারিং ইস্যু

সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারত পুরো ম্যাচের ফলাফল।

৯৩তম মিনিটে সিঙ্গাপুরের পেনাল্টি বক্সে মোহাম্মদ ফাহিমকে ফাউল করা হয় বলে মনে করে বাংলাদেশ দল। সঙ্গে সঙ্গে পেনাল্টির জোর দাবি জানানো হলেও রেফারি তা প্রত্যাখ্যান করেন।

এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের সদস্য আমের খান জানিয়েছেন, এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এ আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ম্যাচের শুরুতে দুটি গোল হজম করলেও একটি গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্ত এলে ম্যাচ ২-২ গোলে সমতা আসতে পারত।

সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “ফাহিমের ওপর যে ফাউলটি হয়েছিল, সেটা আমি পরিষ্কারভাবে দেখিনি তবে আমার বিশ্বাস সেটা পেনাল্টি ছিল। আমরা তখন আক্রমণে ছিলাম, গোলও করেছিলাম। পেনাল্টি পেলে হয়তো সমতায় ফিরতে পারতাম।”

কাবরেরা আরও বলেন, “যদি পেনাল্টি দেওয়া হতো তাহলে ম্যাচটা ২-২ হতে পারত। আমি নিশ্চিত নই কেন রেফারি সিদ্ধান্তটা দিলেন না।”

এর আগে ম্যাচ চলাকালীন একটি বদলি সংক্রান্ত বিভ্রান্তিতে কিছু সময় খেলা বন্ধ ছিল। সেই সময় খেলার গতি ও মোমেন্টাম বাংলাদেশের অনুকূলে থাকলেও বিরতিতে ছন্দপতন ঘটে।

রেফারিং নিয়ে শুধু কোচই নন খেলোয়াড়রাও অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান আমের খান।

এই হারের পরেও বাংলাদেশ রয়েছে গ্রুপ-সি'র তৃতীয় স্থানে। হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে ভারত চলে গেছে তালিকার নিচে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্টে সমান হলেও ভারতের ওপরে অবস্থান করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত