ঢাকা, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
এএফসিতে অভিযোগ করবে বাংলাদেশ, বিতর্কিত রেফারিং ইস্যু

সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে রেফারির এক বিতর্কিত সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারত পুরো ম্যাচের ফলাফল।
৯৩তম মিনিটে সিঙ্গাপুরের পেনাল্টি বক্সে মোহাম্মদ ফাহিমকে ফাউল করা হয় বলে মনে করে বাংলাদেশ দল। সঙ্গে সঙ্গে পেনাল্টির জোর দাবি জানানো হলেও রেফারি তা প্রত্যাখ্যান করেন।
এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টের সদস্য আমের খান জানিয়েছেন, এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এ আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ম্যাচের শুরুতে দুটি গোল হজম করলেও একটি গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্ত এলে ম্যাচ ২-২ গোলে সমতা আসতে পারত।
সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “ফাহিমের ওপর যে ফাউলটি হয়েছিল, সেটা আমি পরিষ্কারভাবে দেখিনি তবে আমার বিশ্বাস সেটা পেনাল্টি ছিল। আমরা তখন আক্রমণে ছিলাম, গোলও করেছিলাম। পেনাল্টি পেলে হয়তো সমতায় ফিরতে পারতাম।”
কাবরেরা আরও বলেন, “যদি পেনাল্টি দেওয়া হতো তাহলে ম্যাচটা ২-২ হতে পারত। আমি নিশ্চিত নই কেন রেফারি সিদ্ধান্তটা দিলেন না।”
এর আগে ম্যাচ চলাকালীন একটি বদলি সংক্রান্ত বিভ্রান্তিতে কিছু সময় খেলা বন্ধ ছিল। সেই সময় খেলার গতি ও মোমেন্টাম বাংলাদেশের অনুকূলে থাকলেও বিরতিতে ছন্দপতন ঘটে।
রেফারিং নিয়ে শুধু কোচই নন খেলোয়াড়রাও অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান আমের খান।
এই হারের পরেও বাংলাদেশ রয়েছে গ্রুপ-সি'র তৃতীয় স্থানে। হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে ভারত চলে গেছে তালিকার নিচে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্টে সমান হলেও ভারতের ওপরে অবস্থান করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- সরাসরি পারমাণবিক অ'স্ত্র পাবে ইরান!
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- ভিডিও ফাঁস করার বিষয়ে মুখ খুলেছেন শরীয়তপুরের সেই ডিসি
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- জবাব দিতে শুরু করেছে ইরান
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- শেয়ার কিনেছেন চার কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান