ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩১ ১৮:২১:৫৫
১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন

সারা বাংলাদেশের এইচএসসি-২০২৬ ব্যাচের ১ হাজার ১০০ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ৮৩ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করবে ঘুড্ডি ফাউন্ডেশন।

১৬ জুন ঘুড্ডি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে স্বচ্ছল ও অস্বচ্ছল যে কোন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও, পরিক্ষায় অংশগ্রহণ করতে এসএসসিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।

এই বৃত্তির আওতায় বর্ণ একাডেমিক কোচিং এর ২০২৬ সম্পূর্ণ একাডেমি কোর্স বৃত্তি (অনলাইন), সম্পূর্ণ এডমিশন বৃত্তি (অফলাইন) ও এডমিশন কোচিং চলাকালীন ৫ মাস হোস্টেল বৃত্তি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১৯ ডিসেম্বর দেশের প্রতিটি জেলায় অফলাইনে পরিক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রেhttps://testmoz.com/13780476 অথবা ০১৩২২৮৮২৪০০ নাম্বারে এইচএসসি ব্যাচ, নিজের নাম, কলেজের নাম, কলেজস্থ জেলার নাম, এইচএসসি বিভাগ, এসএসসি রোল, এসএসসির জিপিএ নাম্বার, আবেদনকারী ও তার অভিভাবকের মোবাইল নাম্বার উল্লেখ মেসেজ পাঠাতে হবে।

বিস্তারিত জানতে fb/educationforallbd ও fb/borno.edu এই লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত