ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
ওটিপি ছাড়াই নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় অভিযোগ

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক নারী গ্রাহকের নগদ অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪২ হাজার ২৫০ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খাতুন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৫টা ৫২ মিনিটে সালমা খাতুনের নগদ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ১৫০ টাকা একটি মোবাইল নম্বরে (০১৬১৪.....১) চলে যায়।
পরদিন ৩০ জুলাই বেলা ১১টা ৪৯ মিনিটে একইভাবে আরও ৩২ হাজার ১০০ টাকা পাঠানো হয় আরেকটি নম্বরে (০১৭৭৮.....২)। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় বিষয়টি তার নজরে আসে।
সালমা খাতুনের নামে খোলা ওই নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করতেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী নার্গিস পারভীন। তিনি কামারখন্দ উপজেলার বাসিন্দা।
নার্গিস পারভীন জানান, সালমা খাতুনের সম্মতিতেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তিনি নিয়মিত গ্রাহকদের কিস্তির টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করতেন। তবে ২৯ ও ৩০ জুলাই দুই দফায় বড় অঙ্কের টাকা আসার পর তা উত্তোলন করতে গিয়ে দেখতে পান, অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। পরে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তাকে জানানো হয়, অ্যাকাউন্টটি সম্ভবত হ্যাক হয়েছে।
ভুক্তভোগী সালমা খাতুন বলেন, “আমি কোনো ওটিপি কাউকে দিইনি, এমনকি কোনো এসএমএস বা ফোনও আসেনি। তারপরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। নগদের অব্যবস্থাপনার কারণেই প্রতারকরা টাকা তুলতে পেরেছে। আমি আমার টাকা ফেরত চাই।”
বিষয়টি নিয়ে কামারখন্দ থানার এএসআই মাসুদ রানা জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ভুক্তভোগী যদি সরাসরি নগদ অফিসে যোগাযোগ করেন, তাহলে দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি