ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ওটিপি ছাড়াই নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় অভিযোগ

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক নারী গ্রাহকের নগদ অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪২ হাজার ২৫০ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খাতুন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৫টা ৫২ মিনিটে সালমা খাতুনের নগদ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ১৫০ টাকা একটি মোবাইল নম্বরে (০১৬১৪.....১) চলে যায়।
পরদিন ৩০ জুলাই বেলা ১১টা ৪৯ মিনিটে একইভাবে আরও ৩২ হাজার ১০০ টাকা পাঠানো হয় আরেকটি নম্বরে (০১৭৭৮.....২)। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় বিষয়টি তার নজরে আসে।
সালমা খাতুনের নামে খোলা ওই নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করতেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী নার্গিস পারভীন। তিনি কামারখন্দ উপজেলার বাসিন্দা।
নার্গিস পারভীন জানান, সালমা খাতুনের সম্মতিতেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তিনি নিয়মিত গ্রাহকদের কিস্তির টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করতেন। তবে ২৯ ও ৩০ জুলাই দুই দফায় বড় অঙ্কের টাকা আসার পর তা উত্তোলন করতে গিয়ে দেখতে পান, অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। পরে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তাকে জানানো হয়, অ্যাকাউন্টটি সম্ভবত হ্যাক হয়েছে।
ভুক্তভোগী সালমা খাতুন বলেন, “আমি কোনো ওটিপি কাউকে দিইনি, এমনকি কোনো এসএমএস বা ফোনও আসেনি। তারপরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। নগদের অব্যবস্থাপনার কারণেই প্রতারকরা টাকা তুলতে পেরেছে। আমি আমার টাকা ফেরত চাই।”
বিষয়টি নিয়ে কামারখন্দ থানার এএসআই মাসুদ রানা জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ভুক্তভোগী যদি সরাসরি নগদ অফিসে যোগাযোগ করেন, তাহলে দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ