ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
ওটিপি ছাড়াই নগদ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, থানায় অভিযোগ
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক নারী গ্রাহকের নগদ অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪২ হাজার ২৫০ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সালমা খাতুন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৫টা ৫২ মিনিটে সালমা খাতুনের নগদ অ্যাকাউন্ট থেকে ১০ হাজার ১৫০ টাকা একটি মোবাইল নম্বরে (০১৬১৪.....১) চলে যায়।
পরদিন ৩০ জুলাই বেলা ১১টা ৪৯ মিনিটে একইভাবে আরও ৩২ হাজার ১০০ টাকা পাঠানো হয় আরেকটি নম্বরে (০১৭৭৮.....২)। পরবর্তীতে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে কোনো অর্থ না থাকায় বিষয়টি তার নজরে আসে।
সালমা খাতুনের নামে খোলা ওই নগদ অ্যাকাউন্টটি ব্যবহার করতেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠকর্মী নার্গিস পারভীন। তিনি কামারখন্দ উপজেলার বাসিন্দা।
নার্গিস পারভীন জানান, সালমা খাতুনের সম্মতিতেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। তিনি নিয়মিত গ্রাহকদের কিস্তির টাকা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করতেন। তবে ২৯ ও ৩০ জুলাই দুই দফায় বড় অঙ্কের টাকা আসার পর তা উত্তোলন করতে গিয়ে দেখতে পান, অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। পরে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তাকে জানানো হয়, অ্যাকাউন্টটি সম্ভবত হ্যাক হয়েছে।
ভুক্তভোগী সালমা খাতুন বলেন, “আমি কোনো ওটিপি কাউকে দিইনি, এমনকি কোনো এসএমএস বা ফোনও আসেনি। তারপরও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। নগদের অব্যবস্থাপনার কারণেই প্রতারকরা টাকা তুলতে পেরেছে। আমি আমার টাকা ফেরত চাই।”
বিষয়টি নিয়ে কামারখন্দ থানার এএসআই মাসুদ রানা জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি স্যারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ভুক্তভোগী যদি সরাসরি নগদ অফিসে যোগাযোগ করেন, তাহলে দ্রুত সমাধানের সম্ভাবনা রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)