ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মিরপুরের পিচ নিয়ে বিসিবিরও অসন্তোষ, পরিবর্তনের আভাস

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০২ ১৩:৩৫:৫১
মিরপুরের পিচ নিয়ে বিসিবিরও অসন্তোষ, পরিবর্তনের আভাস

সম্প্রতি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে জয় সত্ত্বেও আলোচনার কেন্দ্রে ছিল না টাইগারদের পারফরম্যান্স, বরং বিতর্কের কেন্দ্রে ছিল মিরপুরের পিচ।

সিরিজ শেষে পাকিস্তানের কোচ ও অধিনায়ক-সহ দলের অনেকেই সরাসরি পিচ নিয়ে হতাশা প্রকাশ করেন। যদিও সে সময় বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই পিচকে সমর্থন করে বলেন, পিচে তেমন কোনো সমস্যা ছিল না, বরং পাকিস্তানি ব্যাটাররাই মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন।

মিরপুরের পিচ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছে। ধীরগতির ও নিচু বাউন্সের কারণে এ পিচের দুর্নাম রয়েছে। এমনকি অনেক বাংলাদেশি ক্রিকেটারও জানিয়েছেন, মিরপুরে খেললে একজন ব্যাটারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সবশেষে মিরপুরের উইকেট নিয়ে মুখ খুললেন। তিনি জানিয়েছেন, পিচের মান সন্তোষজনক নয় এবং এতে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ফাহিম বলেন, আমার মনে হয় একটি স্পোর্টিং উইকেট তৈরির চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এর দায় তাদেরই, যারা উইকেট প্রস্তুত করে। কারণ, বোর্ড কখনোই লো অ্যান্ড স্লো উইকেট তৈরির নির্দেশনা দেয়নি।

ফাহিম আরও বলেন, আমরা যখনই বাউন্সি উইকেট চেয়েছি, তখন তা পাইনি। এর পেছনে মাটির ধরন, পরিবেশ এবং অতিরিক্ত ম্যাচ খেলার কথা বলা হয়। তবে সার্বিকভাবে মিরপুরের উইকেট ভালো নয়, এটা সবাই মানে। আমাদের হয়তো পুরো মাটির স্তর পরিবর্তন করতে হবে, অথবা উইকেট তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। আশা করি শিগগিরই উন্নতি আসবে।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মত দিয়েছেন। তিনি উইকেটে ব্যবহৃত কালো মাটি নিয়ে সমালোচনা করে বলেন, এতে বলের রঙ নষ্ট হয়ে যায়, ফলে ব্যাটারদের জন্য বল দেখা কঠিন হয়ে পড়ে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত