ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নতুন ভোটারদের জরুরি নির্দেশনা দিয়েছে ইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ২৩:০২:৪১
নতুন ভোটারদের জরুরি নির্দেশনা দিয়েছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) নতুন ভোটারদের তথ্য সংশোধন এবং হালনাগাদের জন্য ১২ দিনের সময় নির্ধারণ করেছে। আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে, এই বছর প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তি, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, ভোটার এলাকা পরিবর্তন এবং তথ্যের ভুল সংশোধনের জন্য আবেদন করা যাবে।

আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট ফরম পূরণ করে ২১ আগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার এই আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। সকল কার্যক্রম শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ১৮ লাখ। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত