ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

পারিবারিকভাবে অবসান হলো তাসকিনের বন্ধুর অভিযোগ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ৩১ ১১:৩১:২৫
পারিবারিকভাবে অবসান হলো তাসকিনের বন্ধুর অভিযোগ

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে তার বন্ধু সিফাতুর রহমান সৌরভের আনা মারধরের অভিযোগের অবসান ঘটেছে। দুই পরিবারের সমঝোতার মাধ্যমে বুধবার এই বিতর্কের সমাপ্তি ঘটে এবং সৌরভ তার অভিযোগ প্রত্যাহার করে নেন।

সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মারধর ও হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অভিযোগ ওঠার পরপরই তাসকিন আহমেদ ফেসবুক পোস্টে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন এবং গুজবে কান না দেওয়ার জন্য ভক্তদের অনুরোধ জানান। তিনি বলেন, তার আরেক বন্ধুর সাথে সৌরভের ঝামেলা হয়েছিল, যেখানে তার নাম জড়ানো হয়েছে।

বুধবার সৌরভ গণমাধ্যমের কাছে জানান যে, দুই পরিবার মিলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছে এবং তিনি মুচলেকা দিয়ে অভিযোগ তুলে নিয়েছেন। তিনি বলেন, "বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। পারিবারিকভাবে বসে এর সমাধান করা হয়েছে।"

সৌরভের খালা ঝুমা খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, "সৌরভের নিরাপত্তার কথা ভেবেই অভিযোগটি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। তাসকিনের পরিবার থেকে অঙ্গীকার করা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।"

যদিও বিষয়টি সমাধান হয়েছে, সৌরভের কণ্ঠে বন্ধু তাসকিনের প্রতি কিছুটা ক্ষোভের সুর শোনা যায়। তিনি বলেন, "ক্রিকেটার তাসকিন আহমেদের জন্য আমার শুভকামনা থাকবে, কারণ দেশের জন্য তার এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু বন্ধু হিসেবে এই ঘটনায় আমি কিছুটা আঘাত পেয়েছি এবং এটি কাটিয়ে উঠতে আমার সময় লাগবে।"

এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অবগত ছিল এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছিল। পারিবারিকভাবে বিষয়টি সমাধান হওয়ায় ক্রিকেটার ও তার ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত