ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ইংল্যান্ডে অনন্য কীর্তি সিরাজের: এশিয়ান পেসারদের শীর্ষে এই তারকা
.jpg)
ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এক অনন্য কীর্তি দেখিয়ে ইতিহাস গড়েছেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। ২৯ বছরের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান পেসার হিসেবে ইংল্যান্ডে ছয়বার ইনিংসে চার বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৮ রান দিয়ে চার উইকেট তুলে নেন সিরাজ। তার শিকার—ওলি পোপ, জো রুট, জ্যাকব বেটেল এবং হ্যারি ব্রুক। এই চার উইকেটেই থমকে যায় ইংলিশ ইনিংস, দলীয় স্কোর দাঁড়ায় ২৪৭ রানে।
এই স্পেলটি ছিল সিরাজের জন্য ইংল্যান্ডে ষষ্ঠবার চার বা তার বেশি উইকেট নেওয়া ইনিংস। চলতি সিরিজেই এটি তার দ্বিতীয়বার এমন কীর্তি। এর আগে বার্মিংহামে ৬/৭০ বোলিং ফিগার ছিল সিরিজে সিরাজের সেরা, এবং ইংল্যান্ডে তার একমাত্র পাঁচ উইকেট নেওয়ার স্পেল।
এই রেকর্ডের মাধ্যমে সিরাজ ছাড়িয়ে গেছেন ভারতের আরেক তারকা পেসার জাসপ্রিত বুমরাহকেও, যার ইংল্যান্ডে রয়েছে পাঁচটি চার উইকেটের ইনিংস। এখন সিরাজ সমান হয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সঙ্গে, যার নামেও রয়েছে ছয়বার চার বা তার বেশি উইকেটের কীর্তি।
এশিয়ার স্পিনারদের মধ্যে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের ছয়টি এবং পাকিস্তানের ইয়াসির শাহর পাঁচটি চার বা তার বেশি উইকেট নেওয়ার ইনিংস রয়েছে ইংল্যান্ডে।
চলতি এই সিরিজে সিরাজ ভারতের সবচেয়ে ধারাবাহিক ও সফল বোলার। পাঁচ ম্যাচে ৩৫.৬৭ গড়ে নিয়েছেন ১৮ উইকেট। তিনিই একমাত্র ভারতীয় পেসার যিনি সিরিজের সবকটি ম্যাচ খেলেছেন।
বর্তমানে সিরাজের ইংল্যান্ডে টেস্ট উইকেট সংখ্যা ৪১টি, মাত্র ১১ ম্যাচে। তার বিদেশের মাঠে টেস্ট উইকেট এখন ৯৪টি, গড় ৩০.০৫—যা প্রমাণ করে, প্রতিপক্ষের মাঠে তিনিই ভারতের বড় ভরসা হয়ে উঠেছেন। সিরিজে ভারতের সমতা ফেরানোর চেষ্টায় সিরাজের আগুনঝরা স্পেল তাই বড় ভূমিকা রেখেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ