ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ফুটবল বিশ্বকাপ: ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল দুঃসংবাদ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০১ ১৩:৫৯:৫৩
ফুটবল বিশ্বকাপ: ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল দুঃসংবাদ

ফুটবল বিশ্বকাপ মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিল। কারণ, ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল সেলেসাওরা বরাবরই বিশ্বকাপে আলো ছড়ায়। ২০২৬ সালের আসন্ন বিশ্বকাপেও অংশ নিচ্ছে তারা। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগোদের মতো উদীয়মান তারকাদের নিয়ে বড় কিছু করার পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে যুক্ত হতে পারেন সুপারস্টার নেইমার জুনিয়রও।

এতসব প্রস্তুতির পরও মাঠে ব্রাজিলকে সরাসরি সমর্থন করার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন লাখো ব্রাজিলীয় ফুটবলপ্রেমী। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলীয় সমর্থকদের স্টেডিয়ামে উপস্থিতি হুমকির মুখে পড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ব্রাজিলীয় নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলীয়দের জন্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছেন, যা বিশ্বকাপ চলাকালীনও কার্যকর থাকতে পারে।

এরই মধ্যে ওয়াশিংটনে সফররত কিছু ব্রাজিলীয় সিনেটরকে সীমিত সময়ের ভিসা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির জটিলতা স্পষ্ট করছে। যদিও ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ফুটবল অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন অবস্থায় নেইমার, ভিনিসিয়ুস, রদ্রিগো কিংবা অ্যালিসনদের খেলা নিজেদের চোখে সরাসরি দেখার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন হাজারো ব্রাজিলীয় সমর্থক।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে, যা দুই দেশের সম্পর্কে আরও শীতলতা নিয়ে এসেছে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও... বিস্তারিত