ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বাগছাস কেন্দ্রীয় নেতার পদত্যাগে উত্তাল ছাত্ররাজনীতি
.jpg)
বসুন্ধরা গ্রুপ থেকে সহায়তা নেওয়ার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা হুমকির অভিযোগ তুলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক মো. নুর নবী। প্রশ্ন তুলেছেন মন্ত্রিপাড়ায় বসে সংগঠন চালানো, আর্থিক অসংগতি ও জুলাই ঐক্যে বিভক্তি সৃষ্টি নিয়েও।
আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মো. নূর নবী বলেন, আমি মো. নূর নবী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক। জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ডিবি পুলিশের হাতে গুম হওয়ার পর দীর্ঘ আটকা অবস্থা শেষে ৬ আগস্ট মুক্তভাবে ফিরে আসি। এতদিন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। জুলাই অভ্যুত্থানের চেতনাকে অক্ষুণ্ন রাখার স্বার্থে এবং সাম্প্রতিক কিছু গভীর, নীতিহীন ও আদর্শবিচ্যুত কর্মকাণ্ডের প্রতিবাদস্বরূপ আমি আনুষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করছি।
নূর নবী বলেন, পদত্যাগের পেছনে যে কারণগুলো রয়েছে, তা স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করছি আন্দোলনের সবচেয়ে কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, পুলিশি দমন-পীড়ন, মামলা-হামলা সহ্য করেছেন, তাদের মতভিন্নতার কারণে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এমনকি যারা অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ অবহেলিত।
তিনি আরও অভিযোগ করে বলেন, এই সংগঠন দাবি করে অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কোনো মূল্যায়ন এখানে করা হচ্ছে না। সংগঠন পরিচালনায় কোরাম নির্ভর মানসিকতা এবং আদর্শচ্যুতি স্পষ্ট হয়ে উঠেছে। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রিপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে।
নূর নবী বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম করে তাদের পূর্বের সংগঠন ছাত্রশক্তি কোরাম তৈরি করে সব মৌলিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বের ভার নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে। এতে সাধারণ সদস্য ও কর্মীদের মতামত বা অংশগ্রহণ উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কোরাম ভিত্তিক ছাত্ররাজনীতি প্রকৃতপক্ষে স্বৈরাচারী প্রবণতার পরিচায়ক এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। জুলাইকে রীতিমতো তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। অথচ জুলাই আন্দোলন ছাত্রদের একটি গণআন্দোলন হিসেবে গড়ে উঠেছিল।
তিনি বলেন, এখানে বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং সব রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু এই সংগঠনের মূল নেতৃত্বে যারা অবস্থান করছে তাদের আচার-আচরণে জুলাই বিপ্লবের সেই জাতীয় ঐক্য বারবার ধসে পড়ছে। তাদের জন্যই ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে ক্রেডিট-ক্রেডিট খেলার অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই অভ্যুত্থানকে শুধু দলেরই নয়, বরং কিছু নির্দিষ্ট নেতারাও তাদের ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে। পুরো আয়োজন এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক অর্জন এবং বাকিদের অবদান খুবই সামান্য। আমি মনে করি তাদের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস চরমভাবে বিকৃতি ঘটছে। সংগঠনের বর্তমান কার্যক্রম ও আদর্শচ্যুতির অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক মো. নূর নবী।
তিনি আরও বলেন, আমি গভীর দুঃখ ও বেদনাবোধের সঙ্গে জানাচ্ছি যে, বাগছাসের বর্তমান কর্মকৌশল ও আদর্শের সঙ্গে নিজেকে আর মানিয়ে নিতে পারছি না। আমি বরাবরই বিশ্বাস করেছি যে, জুলাই অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যদের উল্লেখযোগ্য অবদান ছিল এবং তা আমি স্বীকার করি। কিন্তু সংগঠনের বর্তমান বিপথগামী নেতৃত্বের অংশ হয়ে আর থাকতে পারি না। আমি আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করছি এবং একইসঙ্গে একটি আদর্শিক, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের স্বপ্ন নিয়ে নতুন পথচলার আহ্বান জানাচ্ছি।
এদিকে, নূর নবীর এই পদত্যাগ ঘোষণার কিছুক্ষণ পরেই বাগছাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পাল্টা মন্তব্য আসে। সেখানে জানানো হয়, সংগঠনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগেই নূর নবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। যদিও একই ধরনের নোটিশে ৭০ জনের নাম থাকলেও নূর নবীর নাম সেই তালিকায় ছিল না বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে নূর নবী বলেন, আমি পদত্যাগের ঘোষণার পর বাগছাস আমার বিষয়ে এরকম একটি মিথ্যা প্রোপাগান্ডা চালানোর মাধ্যমে তাদের পূর্ণ দেউলিয়াত্ব প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা